“জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাই দেশকে ত্বরান্বিত করে”
– লায়ন ইঞ্জিঃ মমিনুল হক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শাহরাস্তি উপজেলা ও পৌরসভা বিএনপির যৌথ উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পৌরশহরের কালিয়াপাড়া দলীয় কার্যালয়ে বৈরী আবহাওয়ার মধ্যেও এই কর্মসূচি পালিত হয়।
শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়াত আলী ভূঁইয়ার সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজীর পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক জেলা বিএনপির সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, “আপনারা প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবেসে এই প্রতিকূল আবহাওয়ার মাঝেও সমবেত হয়েছেন।” তিনি জিয়াউর রহমানকে শুধু একজন রাষ্ট্রনায়ক হিসেবেই নয়, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা হিসেবেও অভিহিত করেন। ইঞ্জিনিয়ার মমিনুল হক আরও বলেন, “জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাই বাংলাদেশের স্বাধীনতাকে ত্বরান্বিত করেছিল। তাঁর নেতৃত্বেই মুক্তিযুদ্ধ সংঘটিত হয় এবং স্বল্প সময়ের শাসনামলে তিনি দেশের অভূতপূর্ব উন্নতি সাধন করেন। তাঁর রাজনৈতিক আদর্শ আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে।”
তিনি জোর দিয়ে বলেন, দেশের বঞ্চিত মানুষের কাঙ্ক্ষিত উন্নয়ন ও দেশকে এগিয়ে নিতে বিএনপির রাজনৈতিক আদর্শ বাস্তবায়ন এবং ক্ষমতায় যাওয়া একান্ত প্রয়োজন। একইসঙ্গে তিনি হাজীগঞ্জ-শাহরাস্তি এলাকায় দলীয় পরিচয়ে কেউ কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ মোহাম্মদ আলী, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও বিএনপি নেতা অধ্যাপক মোজাম্মেল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটওয়ারী লিটন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ আবুল কালাম ও শফিউল্লাহ বাচ্চু, জহিরুল ইসলাম বিএসসি, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন, সাবেক যুবদল সভাপতি ও বিএনপি নেতা মোঃ আব্দুল মান্নান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান বাবলু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গাজী ফিরোজ, সাংগঠনিক সম্পাদক সোলেমান রায়হান, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাসুদ আলম, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন শিপন, ছাত্রদলের সাধারণ সম্পাদক আজগর হোসেন মিয়াজী এবং ইউপি বিএনপি নেতা শামীম আহমেদ ও মাহবুব আলম।
কর্মসূচিতে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।