ঢাকা , শনিবার, ১৯ জুলাই ২০২৫

ভর্তি বাণিজ্যের অভিযোগে ছাত্রদলের দুই কর্মী বহিষ্কার

ভর্তি বাণিজ্য ও অনৈতিক ভর্তির বিষয়ে সুবিধা দেয়ার উদ্দেশ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে যোগাযোগের কারণে হাবিবুল্লাহ বাহার কলেজ শিক্ষার্থী ও ছাত্রদলের কর্মী মোঃ শাহীন হোসেনকে কলেজ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

গত রবিবার (২৫ মে) হাবীবুল্লাহ্ বাহার কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আলী বদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২১/০৫/২০২৫ ইং তারিখে কলেজের ভর্তি রেজিষ্ট্রার খাতা থেকে মোবাইল ফোন ব্যবহার করে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ১৩৭৬ জন শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য (নাম, মোবাইল নম্বরসহ) ছবি তুলে নিয়ে যান মোঃ শাহীন হোসেন। এসময় তার সঙ্গে মল্লিক শাহীনসহ আরও তিনজন উপস্থিত ছিলেন এবং সহযোগিতা করেন।

উক্ত তথ্য ব্যবহার করে তিনি “Habibullah Bahar College new admission Group” নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলেন এবং ভর্তি বাণিজ্য ও অনৈতিক ভর্তির বিষয়ে সুবিধা দেয়ার উদ্দেশ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করেন। এর ফলে কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং কলেজের ভাবমূর্তি ক্ষুন্ন হয়।

এই ঘটনার প্রেক্ষিতে কলেজে তাৎক্ষণিক শৃঙ্খলা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়। যেখানে রমনা থানার পুলিশ সদস্য, কলেজের গভর্নিং বডির হিতৈষী সদস্য জনাব মোঃ আরিফুল ইসলাম, গভর্নিং বডির দাতা সদস্য আতিকুর রহমান ও শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ পর্যালোচনা করে সর্বসম্মতভাবে মোঃ শাহীন হোসেন-কে কলেজ হতে স্থায়ীভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত গ্রহণ করেন।

একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল সোমবার (২৬মে) ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মুদাসসসিরুল ইসলাম রায়হান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের সাবেক সদস্য মল্লিক শাহীনকে ছাত্রদলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কারাদেশ প্রদান করা হয়েছে।

সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মল্লিক শাহীনকে ছাত্রদলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো। একইসাথে ঢাকা মহানগর পূর্বের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাঁর সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্যেও নির্দেশনা প্রদান করা হয়েছে।

Facebook Comments Box
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের দুর্দান্ত জয়, হাজিগঞ্জে এনএফসি ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়ে চমক দেখালো শাহরাস্তির তরুণরা

ভর্তি বাণিজ্যের অভিযোগে ছাত্রদলের দুই কর্মী বহিষ্কার

আপডেট সময় : ১১:০৪:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫

ভর্তি বাণিজ্য ও অনৈতিক ভর্তির বিষয়ে সুবিধা দেয়ার উদ্দেশ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে যোগাযোগের কারণে হাবিবুল্লাহ বাহার কলেজ শিক্ষার্থী ও ছাত্রদলের কর্মী মোঃ শাহীন হোসেনকে কলেজ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

গত রবিবার (২৫ মে) হাবীবুল্লাহ্ বাহার কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আলী বদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২১/০৫/২০২৫ ইং তারিখে কলেজের ভর্তি রেজিষ্ট্রার খাতা থেকে মোবাইল ফোন ব্যবহার করে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ১৩৭৬ জন শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য (নাম, মোবাইল নম্বরসহ) ছবি তুলে নিয়ে যান মোঃ শাহীন হোসেন। এসময় তার সঙ্গে মল্লিক শাহীনসহ আরও তিনজন উপস্থিত ছিলেন এবং সহযোগিতা করেন।

উক্ত তথ্য ব্যবহার করে তিনি “Habibullah Bahar College new admission Group” নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলেন এবং ভর্তি বাণিজ্য ও অনৈতিক ভর্তির বিষয়ে সুবিধা দেয়ার উদ্দেশ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করেন। এর ফলে কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং কলেজের ভাবমূর্তি ক্ষুন্ন হয়।

এই ঘটনার প্রেক্ষিতে কলেজে তাৎক্ষণিক শৃঙ্খলা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়। যেখানে রমনা থানার পুলিশ সদস্য, কলেজের গভর্নিং বডির হিতৈষী সদস্য জনাব মোঃ আরিফুল ইসলাম, গভর্নিং বডির দাতা সদস্য আতিকুর রহমান ও শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ পর্যালোচনা করে সর্বসম্মতভাবে মোঃ শাহীন হোসেন-কে কলেজ হতে স্থায়ীভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত গ্রহণ করেন।

একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল সোমবার (২৬মে) ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মুদাসসসিরুল ইসলাম রায়হান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের সাবেক সদস্য মল্লিক শাহীনকে ছাত্রদলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কারাদেশ প্রদান করা হয়েছে।

সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মল্লিক শাহীনকে ছাত্রদলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো। একইসাথে ঢাকা মহানগর পূর্বের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাঁর সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্যেও নির্দেশনা প্রদান করা হয়েছে।

Facebook Comments Box