ঢাকা , শনিবার, ১৯ জুলাই ২০২৫

ফসলি জমির মাটি কাটায় মোবাইল কোর্ট: শাহরাস্তিতে মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ফসলি জমির মাটি অবৈধভাবে কাটার অভিযোগে এক মাটি ব্যবসায়ীকে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (১৭ মে) দুপুরে শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের শোরশাক নোয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানার নির্দেশনায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার।

জানা যায়, অভিযুক্ত শাকিল নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে স্থানীয় ফসলি জমির মাটি কেটে তা বিক্রি করে আসছিলেন। বিষয়টি প্রশাসনের নজরে আসলে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযানে তাকে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’–এর বিভিন্ন ধারায় অভিযুক্ত করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে শাহরাস্তি থানা পুলিশের একটি টিম আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করে।

সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার বলেন, “ফসলি জমি আমাদের খাদ্য নিরাপত্তার অন্যতম ভিত্তি। একে ধ্বংস করে মাটি বিক্রি আইনত দণ্ডনীয়। আমরা এ ধরনের যেকোনো অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বদ্ধপরিকর।”

তিনি আরও জানান, ফসলি জমি রক্ষায় ভবিষ্যতেও নিয়মিতভাবে অভিযান চলবে।

এ বিষয়ে স্থানীয়রা প্রশাসনের কার্যকর পদক্ষেপের প্রশংসা করে বলেন, ফসলি জমি রক্ষায় এমন অভিযান আরও জোরদার করা প্রয়োজন।

Facebook Comments Box
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের দুর্দান্ত জয়, হাজিগঞ্জে এনএফসি ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়ে চমক দেখালো শাহরাস্তির তরুণরা

ফসলি জমির মাটি কাটায় মোবাইল কোর্ট: শাহরাস্তিতে মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৫:৩৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ফসলি জমির মাটি অবৈধভাবে কাটার অভিযোগে এক মাটি ব্যবসায়ীকে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (১৭ মে) দুপুরে শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের শোরশাক নোয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানার নির্দেশনায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার।

জানা যায়, অভিযুক্ত শাকিল নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে স্থানীয় ফসলি জমির মাটি কেটে তা বিক্রি করে আসছিলেন। বিষয়টি প্রশাসনের নজরে আসলে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযানে তাকে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’–এর বিভিন্ন ধারায় অভিযুক্ত করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে শাহরাস্তি থানা পুলিশের একটি টিম আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করে।

সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার বলেন, “ফসলি জমি আমাদের খাদ্য নিরাপত্তার অন্যতম ভিত্তি। একে ধ্বংস করে মাটি বিক্রি আইনত দণ্ডনীয়। আমরা এ ধরনের যেকোনো অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বদ্ধপরিকর।”

তিনি আরও জানান, ফসলি জমি রক্ষায় ভবিষ্যতেও নিয়মিতভাবে অভিযান চলবে।

এ বিষয়ে স্থানীয়রা প্রশাসনের কার্যকর পদক্ষেপের প্রশংসা করে বলেন, ফসলি জমি রক্ষায় এমন অভিযান আরও জোরদার করা প্রয়োজন।

Facebook Comments Box