শাহরাস্তি উপজেলায় একজন প্রশাসনিক কর্মকর্তার কর্মনিষ্ঠা, মানবিকতা এবং সাহসিকতার অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছেন সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার। সদ্য দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি জনগণের অধিকার রক্ষা, অবৈধ দখলদার উচ্ছেদ, পরিবেশ সংরক্ষণ এবং আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
কঠোরতাও, সহানুভূতিও—দুইয়ের সমন্বয়
জনস্বার্থে কখনো তিনি কঠোর অবস্থান নেন, আবার মানবিক প্রয়োজনের মুহূর্তে হয়ে ওঠেন সহানুভূতির প্রতীক। রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন, যার ফলে বাজারে স্বস্তি ফিরে আসে। এতে ক্রেতা-ভোক্তারা পেয়েছেন ন্যায্য দামে পণ্য কেনার সুযোগ।
পরিবেশ সুরক্ষায় দৃঢ় পদক্ষেপ
নিরুপম মজুমদারের নেতৃত্বে চিতোষী পূর্ব-পশ্চিম, পশ্চিম উপলতাসহ বিভিন্ন এলাকায় সরকারি খাল দখলমুক্ত করে পুনঃখনন করা হয়েছে। ফলে পানি নিষ্কাশনের ব্যবস্থা সহজতর হওয়ায় কৃষিজমির উৎপাদনশীলতা বেড়েছে এবং কৃষকদের মধ্যে স্বস্তি ফিরেছে।
এছাড়া, কৃষিজমির উপর অবৈধভাবে মাটি কাটা রোধে তিনি নিয়মিত অভিযান পরিচালনা করেন। নুনিয়া, সালেঙ্গা, আয়নাতলীসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একাধিকবার অবৈধ ব্যবসায়ীদের ৫০ হাজার টাকা করে জরিমানা করেন। এই পদক্ষেপ কৃষিজমি রক্ষায় ব্যাপক সচেতনতা তৈরি করেছে।
আইনের শাসনে আপসহীন ভ্রাম্যমাণ আদালত
নিরুপম মজুমদার একজন দায়িত্বশীল ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবেও সফল। সম্প্রতি তিনি তিনটি ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের প্রমাণ পেয়ে ৪৫ হাজার টাকা জরিমানা এবং পাটজাত পণ্যের ব্যবহার না করায় দুটি মিলে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এসব কার্যক্রমে জনসাধারণের মধ্যে প্রশাসনের প্রতি আস্থা বেড়েছে।
দিনরাত এক করে মাঠে
কেবল অফিস সময়েই নয়, নিরুপম মজুমদার রাতের বেলাতেও অভিযান পরিচালনা করেন। কখনো কখনো মধ্যরাতে মাটি কাটার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালান। এতে প্রশাসনের তৎপরতা ও দায়বদ্ধতার পরিচয় মেলে।
জনগণের আশা ও প্রশাসনের দূরদর্শিতা
শাহরাস্তির সচেতন নাগরিকরা মনে করেন, নিরুপম মজুমদারের মতো সাহসী ও সৎ কর্মকর্তার উপস্থিতি স্থানীয় প্রশাসনে নতুন উদ্দীপনা এনেছে। তার প্রতিটি পদক্ষেপই জনস্বার্থ রক্ষায় এক সুদৃঢ় বার্তা বহন করে।
এই সফলতার পেছনে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা, যার সুপরিকল্পিত প্রশাসনিক কৌশল এবং দৃঢ় নেতৃত্ব নিরুপম মজুমদারের কার্যক্রমকে আরও কার্যকর করেছে।
শাহরাস্তির মানুষ আশাবাদী, নিরুপম মজুমদারের মতো কর্মঠ ও জনদরদী কর্মকর্তাদের নেতৃত্বে প্রশাসন হবে আরও জবাবদিহিতামূলক, মানবিক ও জনগণের আস্থার প্রতীক।
“নিরুপম মজুমদার শুধু একজন কর্মকর্তা নন, তিনি সুশাসনের নিরব এক যোদ্ধা।”