সাংবাদিকতা একটি পেশা নয়, এটি সমাজসেবার এক অনন্য মাধ্যম—আর সেই চেতনাতেই এবার এক মানবিক নজির স্থাপন করলো শাহরাস্তি প্রেসক্লাব। ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘ ছয় মাস ধরে চিকিৎসাধীন প্রখ্যাত সাংবাদিক ও প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আমরুজ্জামান সবুজের পাশে দাঁড়ালেন তাঁর সহকর্মীরা।
মঙ্গলবার, ০৬ মে, ২০২৫ ইং, দুপুর ১২টায় শাহরাস্তি পৌরসভাস্থ শ্রীপুর মিয়া বাড়ির নিজ বাসভবনে সাংবাদিক সবুজকে আর্থিক অনুদান তুলে দেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। প্রেসক্লাবের পক্ষ থেকে এই অনুদান প্রদান শুধু একটি সহায়তা নয়—এটি সাংবাদিকতার ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা এবং দায়িত্বশীলতার জীবন্ত উদাহরণ হয়ে উঠেছে।
অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো: হাবিবুর রহমান ভূঁইয়া, সাবেক সভাপতি কাজী হুমায়ুন কবির, সিনিয়র সহ-সভাপতি মো: মাসুদ রানা, সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: রুহুল আমিন তরুণ, অর্থ সম্পাদক মাহবুব হাসান বাবলু, দপ্তর সম্পাদক মো: নুরে আলমসহ আরও অনেকে।
সাংবাদিক সৈয়দ আমরুজ্জামান সবুজ দীর্ঘদিন ধরে সাহসিকতা ও সততার সঙ্গে দৈনিক ইনকিলাব ও দৈনিক চাঁদপুর প্রবাহে নিজস্ব প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর বর্তমান চিকিৎসা চলছে ঢাকার মহাখালী ক্যান্সার হাসপাতালে ও ল্যাবএইড হাসপাতালে।
প্রেসক্লাব নেতৃবৃন্দ জানান, সবুজ ভাই শুধু একজন সাংবাদিক নন, তিনি এই এলাকার গণমানুষের কণ্ঠস্বর। তাঁর সুস্থতা কামনায় তাঁরা পাশে দাঁড়িয়েছেন এবং আগামীতেও সব ধরনের সহায়তা অব্যাহত রাখবেন।
এটি প্রমাণ করে—একজন সাংবাদিকের পাশে দাঁড়ানো মানে মানবতার পাশে দাঁড়ানো। এমন মানবিক উদ্যোগ সমাজে আশার আলো ছড়ায় এবং গণমাধ্যমের ভিত আরও মজবুত করে।