চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার খেড়িহর বাজার এজেন্ট আউটলেটে সোশ্যাল ইসলামী ব্যাংকের উদ্যোগে এক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ মে রোববার আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান মো. মশিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া শাখার ব্যবস্থাপক শামিম এবং সিনিয়র অফিসার এনামুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজিগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ জসিম উদ্দিন ভুইঞা।
সমাবেশে হাজিগঞ্জ ও কচুয়া শাখার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ শতাধিক গ্রাহক অংশগ্রহণ করেন। এতে এজেন্ট ব্যাংকিং সেবার সুবিধা, বিভিন্ন ডিপোজিট প্রকল্প ও গ্রাহকসেবার মানোন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়। গ্রাহকরা সরাসরি মতামত ও পরামর্শ প্রদান করে ব্যাংকিং সেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করার আহ্বান জানান।
ব্যাংক কর্তৃপক্ষ জানান, এ ধরনের উদ্যোগ গ্রাহকদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ব্যাংকিং কার্যক্রম আরও বিস্তৃত ও সহজলভ্য করতে সহায়তা করে।