ঢাকা , রবিবার, ২০ জুলাই ২০২৫

অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের শিরোপার মিশন শুরু ৯ই মে: কচুয়ার কহলথুড়ীতে শুরু হচ্ছে লক্ষ টাকার ফুটবল যুদ্ধ

খেলাধুলাকে মাদকবিরোধী সচেতনতার প্ল্যাটফর্মে রূপ দিয়ে কহলথুড়ীতে শুরু হতে যাচ্ছে “লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট ২০২৫ (সিজন-১)”। ঐতিহ্যবাহী কহলথুড়ী হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের শত বর্ষ পূর্তি (১০৫) উদযাপন উপলক্ষে আয়োজিত এ টুর্নামেন্ট শুধু ক্রীড়াপ্রেমীদের নয়, বরং পুরো অঞ্চলের মানুষের মাঝে সৃষ্টি করেছে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা। আগামী ৯ই মে, শুক্রবার বিকাল ৩:৩০ মিনিটে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচ, যেখানে অংশ নেবে নির্বাচিত সেরা ১৬টি দল।

এই আসরের সবচেয়ে আলোচিত দল হলো অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব। একঝাঁক উদ্যমী, দক্ষ ও প্রতিভাবান খেলোয়াড় নিয়ে গঠিত এ দলটি ইতোমধ্যেই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট হিসেবে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। দলের কোচ ও অধিনায়ক দুজনেই বিশ্বাস করেন, এবার তারা ঘরে তুলবে বহু কাঙ্ক্ষিত লক্ষ টাকার শিরোপা। দলটির ম্যানেজমেন্ট জানায়, এই সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘ পরিকল্পনা ও নিবিড় প্রস্তুতি। পারফরম্যান্সের ভিত্তিতে প্রতিটি খেলোয়াড়কে বাছাই করে গড়া হয়েছে শক্তিশালী মূল স্কোয়াড—এখন তাদের একমাত্র লক্ষ্য, চ্যাম্পিয়ন হওয়া।

পুরো টুর্নামেন্টের আয়োজন সফলভাবে বাস্তবায়নে কাজ করছেন একদল নিবেদিতপ্রাণ সংগঠক। আয়োজক কমিটির মূল দায়িত্বে রয়েছেন মোঃ আবু সুফিয়ান, নাহিদুল ইসলাম (শুভ), হাসিবুর রহমান (শুভ), আরমান হোসেন (শান্ত) এবং মোঃ নুর হোসেন প্রমুখ। তাদের নেতৃত্বেই এই বিশাল আয়োজন বাস্তব রূপ পাচ্ছে, যেখানে খেলাধুলার পাশাপাশি সামাজিক বার্তাও তুলে ধরা হচ্ছে।

টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে নক-আউট পদ্ধতিতে, আন্তর্জাতিক ফিফা নিয়ম অনুসরণ করে। প্রতিটি দলে থাকবে ৯ জন মূল খেলোয়াড় ও ৫ জন অতিরিক্ত। জার্সি ও বুট পরিধান করা বাধ্যতামূলক এবং ম্যাচ চলাকালে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। বর্তমানে শুধু উদ্বোধনী ম্যাচের সময়সূচি প্রকাশ করা হয়েছে, বাকি ম্যাচগুলোর সময় পরে জানানো হবে।

পুরস্কারের দিক থেকেও এই টুর্নামেন্টে রয়েছে চোখ ধাঁধানো আয়োজন। চ্যাম্পিয়ন দল পাবে ট্রফিসহ এক লক্ষ টাকা, আর রানার্সআপ দল পাবে ট্রফিসহ ষাট হাজার টাকা। আয়োজনে যুক্ত রয়েছেন কহলথুড়ী ও আশেপাশের এলাকার সাবেক ও বর্তমান ফুটবল খেলোয়াড়রা, যাঁরা খেলাধুলাকে সামাজিক পরিবর্তনের এক শক্তিশালী মাধ্যম হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।

“মাদকের বিরুদ্ধে ফুটবল”—এই মূল স্লোগানের পাশাপাশি আয়োজকেরা তুলে ধরেছেন একটি আন্তর্জাতিক বার্তাও—“Free Palestine।” এর মাধ্যমে শুধু খেলার নয়, মানবিক অবস্থানের প্রতিও নিজেদের দায়বদ্ধতা প্রকাশ করেছেন আয়োজকেরা।

রহিমানগর বাজার থেকে মাত্র ৩ কিলোমিটার পশ্চিমে অবস্থিত কহলথুড়ী হামিদিয়া উচ্চ বিদ্যালয় মাঠ ইতোমধ্যেই সেজে উঠেছে ব্যানার, ফেস্টুন ও নানা রঙের সাজে। মাঠজুড়ে বইছে উৎসবের আমেজ, আর প্রতিদিনই বাড়ছে দর্শকদের আগ্রহ। প্রত্যাশা করা হচ্ছে—হাজারো দর্শকের উপস্থিতিতে জমজমাট হবে এই ফুটবল যুদ্ধ।

এবারের টুর্নামেন্টে অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব শুধু একটি দল নয়, বরং হয়ে উঠেছে স্থানীয় তরুণদের কাছে এক প্রতীকী আশার আলো। তারা মাঠে নামছে নিজেদের প্রমাণ করতে, নিজেদের এলাকার মুখ উজ্জ্বল করতে, আর দেখাতে—স্বপ্ন কখনো অলীক নয়।

টুর্নামেন্টের সর্বশেষ আপডেট জানতে চোখ রাখুন “Kahalthuri Football Academy” ফেসবুক পেজে।

Facebook Comments Box
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গ্রাম থেকে গ্লোবাল ভাবনায় “পরানপুর মানব উন্নয়ন সংস্থা” — শিক্ষায় আলোকবর্তিকা জ্বালাতে ব্যতিক্রমী উদ্যোগ

অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের শিরোপার মিশন শুরু ৯ই মে: কচুয়ার কহলথুড়ীতে শুরু হচ্ছে লক্ষ টাকার ফুটবল যুদ্ধ

আপডেট সময় : ১২:১৭:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

খেলাধুলাকে মাদকবিরোধী সচেতনতার প্ল্যাটফর্মে রূপ দিয়ে কহলথুড়ীতে শুরু হতে যাচ্ছে “লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট ২০২৫ (সিজন-১)”। ঐতিহ্যবাহী কহলথুড়ী হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের শত বর্ষ পূর্তি (১০৫) উদযাপন উপলক্ষে আয়োজিত এ টুর্নামেন্ট শুধু ক্রীড়াপ্রেমীদের নয়, বরং পুরো অঞ্চলের মানুষের মাঝে সৃষ্টি করেছে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা। আগামী ৯ই মে, শুক্রবার বিকাল ৩:৩০ মিনিটে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচ, যেখানে অংশ নেবে নির্বাচিত সেরা ১৬টি দল।

এই আসরের সবচেয়ে আলোচিত দল হলো অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব। একঝাঁক উদ্যমী, দক্ষ ও প্রতিভাবান খেলোয়াড় নিয়ে গঠিত এ দলটি ইতোমধ্যেই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট হিসেবে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। দলের কোচ ও অধিনায়ক দুজনেই বিশ্বাস করেন, এবার তারা ঘরে তুলবে বহু কাঙ্ক্ষিত লক্ষ টাকার শিরোপা। দলটির ম্যানেজমেন্ট জানায়, এই সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘ পরিকল্পনা ও নিবিড় প্রস্তুতি। পারফরম্যান্সের ভিত্তিতে প্রতিটি খেলোয়াড়কে বাছাই করে গড়া হয়েছে শক্তিশালী মূল স্কোয়াড—এখন তাদের একমাত্র লক্ষ্য, চ্যাম্পিয়ন হওয়া।

পুরো টুর্নামেন্টের আয়োজন সফলভাবে বাস্তবায়নে কাজ করছেন একদল নিবেদিতপ্রাণ সংগঠক। আয়োজক কমিটির মূল দায়িত্বে রয়েছেন মোঃ আবু সুফিয়ান, নাহিদুল ইসলাম (শুভ), হাসিবুর রহমান (শুভ), আরমান হোসেন (শান্ত) এবং মোঃ নুর হোসেন প্রমুখ। তাদের নেতৃত্বেই এই বিশাল আয়োজন বাস্তব রূপ পাচ্ছে, যেখানে খেলাধুলার পাশাপাশি সামাজিক বার্তাও তুলে ধরা হচ্ছে।

টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে নক-আউট পদ্ধতিতে, আন্তর্জাতিক ফিফা নিয়ম অনুসরণ করে। প্রতিটি দলে থাকবে ৯ জন মূল খেলোয়াড় ও ৫ জন অতিরিক্ত। জার্সি ও বুট পরিধান করা বাধ্যতামূলক এবং ম্যাচ চলাকালে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। বর্তমানে শুধু উদ্বোধনী ম্যাচের সময়সূচি প্রকাশ করা হয়েছে, বাকি ম্যাচগুলোর সময় পরে জানানো হবে।

পুরস্কারের দিক থেকেও এই টুর্নামেন্টে রয়েছে চোখ ধাঁধানো আয়োজন। চ্যাম্পিয়ন দল পাবে ট্রফিসহ এক লক্ষ টাকা, আর রানার্সআপ দল পাবে ট্রফিসহ ষাট হাজার টাকা। আয়োজনে যুক্ত রয়েছেন কহলথুড়ী ও আশেপাশের এলাকার সাবেক ও বর্তমান ফুটবল খেলোয়াড়রা, যাঁরা খেলাধুলাকে সামাজিক পরিবর্তনের এক শক্তিশালী মাধ্যম হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।

“মাদকের বিরুদ্ধে ফুটবল”—এই মূল স্লোগানের পাশাপাশি আয়োজকেরা তুলে ধরেছেন একটি আন্তর্জাতিক বার্তাও—“Free Palestine।” এর মাধ্যমে শুধু খেলার নয়, মানবিক অবস্থানের প্রতিও নিজেদের দায়বদ্ধতা প্রকাশ করেছেন আয়োজকেরা।

রহিমানগর বাজার থেকে মাত্র ৩ কিলোমিটার পশ্চিমে অবস্থিত কহলথুড়ী হামিদিয়া উচ্চ বিদ্যালয় মাঠ ইতোমধ্যেই সেজে উঠেছে ব্যানার, ফেস্টুন ও নানা রঙের সাজে। মাঠজুড়ে বইছে উৎসবের আমেজ, আর প্রতিদিনই বাড়ছে দর্শকদের আগ্রহ। প্রত্যাশা করা হচ্ছে—হাজারো দর্শকের উপস্থিতিতে জমজমাট হবে এই ফুটবল যুদ্ধ।

এবারের টুর্নামেন্টে অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব শুধু একটি দল নয়, বরং হয়ে উঠেছে স্থানীয় তরুণদের কাছে এক প্রতীকী আশার আলো। তারা মাঠে নামছে নিজেদের প্রমাণ করতে, নিজেদের এলাকার মুখ উজ্জ্বল করতে, আর দেখাতে—স্বপ্ন কখনো অলীক নয়।

টুর্নামেন্টের সর্বশেষ আপডেট জানতে চোখ রাখুন “Kahalthuri Football Academy” ফেসবুক পেজে।

Facebook Comments Box