চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উরুয়াক বাজারে ৩ মে ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার সকাল থেকে একটি গুরুত্বপূর্ণ মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নির্দেশনায় এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে দেখা যায়, বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করা হচ্ছে এবং কোনো ধরনের ক্রয় রশিদ সংরক্ষণ করা হয়নি। এছাড়াও, হোটেল ও খাবার দোকানে পরিচ্ছন্নতা ও স্যানিটেশন ব্যবস্থার ঘাটতি পাওয়া যায়। আরও উদ্বেগজনক বিষয় হলো, একটি দোকানে ফায়ার সার্ভিসের অনুমোদন ছাড়াই গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছিল যা জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।
এইসব অপরাধের প্রেক্ষিতে ৪ জন ব্যবসায়ীকে মোবাইল কোর্টের মাধ্যমে সর্বমোট ৬,৫০০/- (ছয় হাজার পাঁচশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানটিতে সার্বিক সহায়তা প্রদান করে শাহরাস্তি থানা পুলিশের একটি টিম।
জনস্বার্থে এমন অভিযান নিয়মিত পরিচালনার মাধ্যমে বাজারে শৃঙ্খলা, ন্যায্য মূল্য নিশ্চিতকরণ ও জনসুরক্ষা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার।