চাঁদপুরের শাহরাস্তিতে আবারও প্রমাণ মিলল—সত্যিকারের সমাজ পরিবর্তন সম্ভব মানবিক নেতৃত্বের মাধ্যমে। উপজেলার কাকৈরতলা গোলাম কিবরিয়া দাখিল মাদরাসা মাঠে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে ১ মে সকালে গৃহহীন ১২ পরিবারকে গৃহনির্মাণের জন্য ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করেন আয়েত আলী ভূঁইয়া মেহনতী কল্যাণ ট্রাস্ট।
ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ আয়েত আলী ভূঁইয়া জানান, ১৯৮৮ সাল থেকে যাকাতের অর্থে তিনি এই সহায়তা কার্যক্রম চালিয়ে আসছেন। এ পর্যন্ত ৩ হাজার ১১৯টি ঘর নির্মাণের মাধ্যমে অসংখ্য পরিবারকে ঘর তুলে দিয়েছেন। তাঁর লক্ষ্য—এ সংখ্যা আগামী কয়েক বছরে ৫ হাজারে পৌঁছানো।
এবারের কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন অঞ্চলে মোট ৪৮টি পরিবারকে ঘর নির্মাণের জন্য সহায়তার সিদ্ধান্ত নেয়া হয়, যার অংশ হিসেবে শাহরাস্তির ১২টি পরিবারকে ঢেউটিন ও নগদ অর্থ হস্তান্তর করা হয়।
আয়েত আলী ভূঁইয়া বলেন, “আমি কোনো দল বা পরিচয় দেখি না, আমি সহযোগিতা করি তাদের—যারা সৎ, নামাজি এবং পরহেজগার। বিশেষ করে নারীদের আমি অগ্রাধিকার দিচ্ছি, কারণ একজন পরহেজগার নারী একটি পুরো পরিবারকে নৈতিকভাবে বদলে দিতে পারে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, সহ-সভাপতি আবু ইউসুফ রূপণ, যুগ্ম সম্পাদক মোঃ ইকবাল হোসেন, যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ শিকদারসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
স্থানীয়রা জানান, আয়েত আলী ভূঁইয়ার এই ধারাবাহিক মানবিক উদ্যোগ শাহরাস্তির গরিব ও অসহায় মানুষদের জন্য এক আশার আলো। বক্তারা তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন এবং বলেন, এমন মানুষ সমাজে অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকেন।