ঢাকা , রবিবার, ২০ জুলাই ২০২৫

শিক্ষাসেবায় ৩৭ বছরের উজ্জ্বল অধ্যায়ের ইতি: অবসরে বিজ্ঞান মাস্টার ট্রেনার নিখিল চন্দ্র দেবনাথ

দেশের শিক্ষাঙ্গনে দীর্ঘ ৩৭ বছর ১০ মাস ২৬ দিন দায়িত্বশীল, নিষ্ঠাবান ও আদর্শ শিক্ষকের ভূমিকা রেখে আজ অবসর গ্রহণ করলেন খেড়িহর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক নিখিল চন্দ্র দেবনাথ। ১৯৮৭ সালের ৩ জুন এই বিদ্যালয়ে শিক্ষকতা জীবন শুরু করে আজ ২৯ এপ্রিল ২০২৫—এই দীর্ঘ সময়জুড়ে তিনি হয়ে উঠেছিলেন শিক্ষার্থীদের প্রিয় শিক্ষক, সহকর্মীদের পথপ্রদর্শক এবং এলাকার শিক্ষা উন্নয়নের এক অগ্রদূত।

বিজ্ঞান বিষয়ের জাতীয় পর্যায়ের মাস্টার ট্রেনার হিসেবে তিনি শুধু শ্রেণিকক্ষে নয়, শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। অসংখ্য শিক্ষক তাঁর হাত ধরে প্রশিক্ষিত হয়ে আজও শিক্ষাক্ষেত্রে কাজ করে চলেছেন দক্ষতার সঙ্গে।

তাঁর অবসরের শেষ কর্মদিবস উপলক্ষে বিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজিত এক আলোচনা সভা ছিল আবেগঘন ও স্মৃতিময়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক মুহাম্মদ শামছুল হুদা ভূঁইয়া।

আলোচনায় স্মৃতিচারণমূলক বক্তব্য দেন সহকারী শিক্ষক তাজুল ইসলাম, শাহাব উদ্দিন ভূঁইয়া, পারভিন আক্তার, কাউসার হোসেন, ইমাম হোসেন মজুমদার, মিজানুর রহমানসহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ। বক্তারা বলেন, নিখিল চন্দ্র দেবনাথ ছিলেন একজন পরিপূর্ণ শিক্ষক, যাঁর সততা, শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও প্রজ্ঞা আজকের শিক্ষকদের জন্য আদর্শ হয়ে থাকবে।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, তাঁর পড়ানো বিজ্ঞান ক্লাস ছিল সবসময় প্রাণবন্ত, গবেষণামূলক ও উৎসাহব্যঞ্জক। এক শিক্ষার্থীর কথায়, “স্যার শুধু শিক্ষক ছিলেন না, ছিলেন অভিভাবকের মতো একজন পরামর্শদাতা।”

শাহরাস্তির এই সন্তান একটানা এক প্রতিষ্ঠানেই থেকে যে শিক্ষা ও নৈতিকতার মানদণ্ড স্থাপন করেছেন, তা দেশের যেকোনো শিক্ষকের জন্য অনুকরণীয়।

অনুষ্ঠান শেষে তাঁর হাতে স্মারক তুলে দিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর অবসরজীবনের জন্য শুভকামনা জানান।

Facebook Comments Box
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গ্রাম থেকে গ্লোবাল ভাবনায় “পরানপুর মানব উন্নয়ন সংস্থা” — শিক্ষায় আলোকবর্তিকা জ্বালাতে ব্যতিক্রমী উদ্যোগ

শিক্ষাসেবায় ৩৭ বছরের উজ্জ্বল অধ্যায়ের ইতি: অবসরে বিজ্ঞান মাস্টার ট্রেনার নিখিল চন্দ্র দেবনাথ

আপডেট সময় : ১২:১৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

দেশের শিক্ষাঙ্গনে দীর্ঘ ৩৭ বছর ১০ মাস ২৬ দিন দায়িত্বশীল, নিষ্ঠাবান ও আদর্শ শিক্ষকের ভূমিকা রেখে আজ অবসর গ্রহণ করলেন খেড়িহর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক নিখিল চন্দ্র দেবনাথ। ১৯৮৭ সালের ৩ জুন এই বিদ্যালয়ে শিক্ষকতা জীবন শুরু করে আজ ২৯ এপ্রিল ২০২৫—এই দীর্ঘ সময়জুড়ে তিনি হয়ে উঠেছিলেন শিক্ষার্থীদের প্রিয় শিক্ষক, সহকর্মীদের পথপ্রদর্শক এবং এলাকার শিক্ষা উন্নয়নের এক অগ্রদূত।

বিজ্ঞান বিষয়ের জাতীয় পর্যায়ের মাস্টার ট্রেনার হিসেবে তিনি শুধু শ্রেণিকক্ষে নয়, শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। অসংখ্য শিক্ষক তাঁর হাত ধরে প্রশিক্ষিত হয়ে আজও শিক্ষাক্ষেত্রে কাজ করে চলেছেন দক্ষতার সঙ্গে।

তাঁর অবসরের শেষ কর্মদিবস উপলক্ষে বিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজিত এক আলোচনা সভা ছিল আবেগঘন ও স্মৃতিময়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক মুহাম্মদ শামছুল হুদা ভূঁইয়া।

আলোচনায় স্মৃতিচারণমূলক বক্তব্য দেন সহকারী শিক্ষক তাজুল ইসলাম, শাহাব উদ্দিন ভূঁইয়া, পারভিন আক্তার, কাউসার হোসেন, ইমাম হোসেন মজুমদার, মিজানুর রহমানসহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ। বক্তারা বলেন, নিখিল চন্দ্র দেবনাথ ছিলেন একজন পরিপূর্ণ শিক্ষক, যাঁর সততা, শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও প্রজ্ঞা আজকের শিক্ষকদের জন্য আদর্শ হয়ে থাকবে।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, তাঁর পড়ানো বিজ্ঞান ক্লাস ছিল সবসময় প্রাণবন্ত, গবেষণামূলক ও উৎসাহব্যঞ্জক। এক শিক্ষার্থীর কথায়, “স্যার শুধু শিক্ষক ছিলেন না, ছিলেন অভিভাবকের মতো একজন পরামর্শদাতা।”

শাহরাস্তির এই সন্তান একটানা এক প্রতিষ্ঠানেই থেকে যে শিক্ষা ও নৈতিকতার মানদণ্ড স্থাপন করেছেন, তা দেশের যেকোনো শিক্ষকের জন্য অনুকরণীয়।

অনুষ্ঠান শেষে তাঁর হাতে স্মারক তুলে দিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর অবসরজীবনের জন্য শুভকামনা জানান।

Facebook Comments Box