ঢাকা , রবিবার, ২০ জুলাই ২০২৫

শাহরাস্তিতে ভূমি ব্যবস্থাপনা পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)

চাঁদপুর জেলার সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক (৩৩তম বিসিএস) ১৭ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার শাহরাস্তি উপজেলার বিভিন্ন ভূমি অফিস সরেজমিনে পরিদর্শন করেছেন। এ সফরের মূল লক্ষ্য ছিল মাঠপর্যায়ে ভূমি ব্যবস্থাপনার গুণগত মান, সেবার স্বচ্ছতা ও কার্যকারিতা মূল্যায়ন করা।

তিনি এদিন শাহরাস্তি উপজেলা ভূমি অফিস, সাহাপুর ইউনিয়ন ভূমি অফিস এবং পৌর ও মেহার দক্ষিণ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। সফরকালে শ্রদ্ধেয় সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, শাহরাস্তি মহোদয়গণ উপস্থিত ছিলেন এবং সার্বিক সহযোগিতা প্রদান করেন।

পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক সংশ্লিষ্ট দপ্তরসমূহের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি ভূমি সেবার মানোন্নয়ন, দুর্নীতিমুক্ত প্রশাসন, ডিজিটাল ভূমি সেবার দ্রুত বাস্তবায়ন এবং জনগণের সঙ্গে সহানুভূতিশীল আচরণের উপর বিশেষ গুরুত্বারোপ করেন।

এছাড়াও, তিনি সেবা প্রত্যাশী নাগরিকদের সরাসরি মতামত শোনেন এবং তাঁদের অভিজ্ঞতা মূল্যায়ন করেন। সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ মনে করেন, এ ধরনের সরেজমিন পরিদর্শন সাধারণ মানুষের মাঝে আস্থা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখে।

ভূমি প্রশাসনে স্বচ্ছতা ও প্রযুক্তির প্রয়োগ নিশ্চিত করতে এ ধরনের তদারকি ভবিষ্যতে আরও জনবান্ধব, জবাবদিহিমূলক এবং আধুনিক সেবা নিশ্চিতে সহায়ক হবে বলেই আশাবাদ ব্যক্ত করেছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

Facebook Comments Box
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গ্রাম থেকে গ্লোবাল ভাবনায় “পরানপুর মানব উন্নয়ন সংস্থা” — শিক্ষায় আলোকবর্তিকা জ্বালাতে ব্যতিক্রমী উদ্যোগ

শাহরাস্তিতে ভূমি ব্যবস্থাপনা পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)

আপডেট সময় : ০১:৪১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

চাঁদপুর জেলার সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক (৩৩তম বিসিএস) ১৭ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার শাহরাস্তি উপজেলার বিভিন্ন ভূমি অফিস সরেজমিনে পরিদর্শন করেছেন। এ সফরের মূল লক্ষ্য ছিল মাঠপর্যায়ে ভূমি ব্যবস্থাপনার গুণগত মান, সেবার স্বচ্ছতা ও কার্যকারিতা মূল্যায়ন করা।

তিনি এদিন শাহরাস্তি উপজেলা ভূমি অফিস, সাহাপুর ইউনিয়ন ভূমি অফিস এবং পৌর ও মেহার দক্ষিণ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। সফরকালে শ্রদ্ধেয় সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, শাহরাস্তি মহোদয়গণ উপস্থিত ছিলেন এবং সার্বিক সহযোগিতা প্রদান করেন।

পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক সংশ্লিষ্ট দপ্তরসমূহের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি ভূমি সেবার মানোন্নয়ন, দুর্নীতিমুক্ত প্রশাসন, ডিজিটাল ভূমি সেবার দ্রুত বাস্তবায়ন এবং জনগণের সঙ্গে সহানুভূতিশীল আচরণের উপর বিশেষ গুরুত্বারোপ করেন।

এছাড়াও, তিনি সেবা প্রত্যাশী নাগরিকদের সরাসরি মতামত শোনেন এবং তাঁদের অভিজ্ঞতা মূল্যায়ন করেন। সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ মনে করেন, এ ধরনের সরেজমিন পরিদর্শন সাধারণ মানুষের মাঝে আস্থা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখে।

ভূমি প্রশাসনে স্বচ্ছতা ও প্রযুক্তির প্রয়োগ নিশ্চিত করতে এ ধরনের তদারকি ভবিষ্যতে আরও জনবান্ধব, জবাবদিহিমূলক এবং আধুনিক সেবা নিশ্চিতে সহায়ক হবে বলেই আশাবাদ ব্যক্ত করেছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

Facebook Comments Box