ঢাকা , বুধবার, ০৯ জুলাই ২০২৫

শাহরাস্তিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত

সারা দেশের ন্যায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ একত্র হয়ে বর্ষবরণ করেছে ঐতিহ্যের ধারায়।

১৪ এপ্রিল, সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শুভ নববর্ষের বর্ণিল শোভাযাত্রা শুরু হয়ে মেহের কালীবাড়ি মোড় ঘুরে মিলনায়তনে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। পরবর্তী আয়োজনে ছিল আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা। তিনি বলেন, “পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। এই ঐতিহ্যকে ধরে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।” বৈষম্যহীন, সাম্যপূর্ণ বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করে তিনি উপজেলার সকলকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার, থানার অফিসার ইনচার্জ মো. আবুল বাশার পিপিএম (বার), প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাকসুদুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আলী আশরাফ খান, মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল সাদাফ, প্রকৌশলী সৌরভ দাস, সমাজসেবা অফিসার মো. আবু ইসহাক, শাহরাস্তি পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি, সাবেক পৌর মেয়র মোস্তফা কামাল সহ আরও অনেকে।

শোভাযাত্রা ও আলোচনার পর মিলনায়তনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। গান, নৃত্য ও আবৃত্তিতে মুখরিত হয়ে ওঠে মিলনায়তন।

সবশেষে ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় শাহরাস্তি উপজেলায় আয়োজিত এই প্রাণবন্ত বর্ষবরণ উৎসব।

Facebook Comments Box
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রশিদপুর একতা বন্ধনের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা

শাহরাস্তিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত

আপডেট সময় : ০৯:৫৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

সারা দেশের ন্যায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ একত্র হয়ে বর্ষবরণ করেছে ঐতিহ্যের ধারায়।

১৪ এপ্রিল, সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শুভ নববর্ষের বর্ণিল শোভাযাত্রা শুরু হয়ে মেহের কালীবাড়ি মোড় ঘুরে মিলনায়তনে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। পরবর্তী আয়োজনে ছিল আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা। তিনি বলেন, “পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। এই ঐতিহ্যকে ধরে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।” বৈষম্যহীন, সাম্যপূর্ণ বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করে তিনি উপজেলার সকলকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার, থানার অফিসার ইনচার্জ মো. আবুল বাশার পিপিএম (বার), প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাকসুদুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আলী আশরাফ খান, মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল সাদাফ, প্রকৌশলী সৌরভ দাস, সমাজসেবা অফিসার মো. আবু ইসহাক, শাহরাস্তি পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি, সাবেক পৌর মেয়র মোস্তফা কামাল সহ আরও অনেকে।

শোভাযাত্রা ও আলোচনার পর মিলনায়তনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। গান, নৃত্য ও আবৃত্তিতে মুখরিত হয়ে ওঠে মিলনায়তন।

সবশেষে ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় শাহরাস্তি উপজেলায় আয়োজিত এই প্রাণবন্ত বর্ষবরণ উৎসব।

Facebook Comments Box