ঢাকা , রবিবার, ২০ জুলাই ২০২৫

শাহরাস্তিতে এসএসসি ও সমমান পরীক্ষায় ছাত্রীদের অংশগ্রহণ বেশি

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় আগামী ১০ এপ্রিল ২০২৫ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা।

উপজেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ বছর শাহরাস্তি উপজেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৯১৪ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ১৬৯৪ জন এবং ছাত্রী ২১৮০ জন। অর্থাৎ, ছাত্রীদের অংশগ্রহণ ছাত্রদের তুলনায় ৪৮৬ জন বেশি, যা উপজেলায় নারী শিক্ষার অগ্রগতির একটি উজ্জ্বল নিদর্শন।

এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১২৫৭ জন ছাত্র ও ১৮৪০ জন ছাত্রী, মোট ৩০৯৭ জন। দাখিল পরীক্ষায় পরীক্ষার্থী সংখ্যা ৭০৩ জন, যার মধ্যে ছাত্র ৩৬৫ জন ও ছাত্রী ৩৩৮ জন। অন্যদিকে, এসএসসি (ভোকেশনাল) শাখায় অংশ নিচ্ছে ৭২ জন ছাত্র ও ১২ জন ছাত্রী, মোট ৮৪ জন পরীক্ষার্থী। সব মিলিয়ে শাহরাস্তিতে এবারের পরীক্ষায় কেন্দ্রের সংখ্যা ৯টি।

শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নিগার সুলতানা জানান, “পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ও মনিটরিংয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে।”

এবারের পরীক্ষায় মেয়েদের সক্রিয় অংশগ্রহণ শুধু শাহরাস্তি নয়, গোটা সমাজে নারী শিক্ষার ইতিবাচক পরিবর্তনের প্রতিফলন বলে মনে করছেন অভিভাবক ও শিক্ষাবিদরা। তারা আশা করছেন, এই ধারা অব্যাহত থাকলে আগামীর বাংলাদেশ আরও শিক্ষিত ও সাম্যবাদী সমাজে পরিণত হবে।

Facebook Comments Box
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গ্রাম থেকে গ্লোবাল ভাবনায় “পরানপুর মানব উন্নয়ন সংস্থা” — শিক্ষায় আলোকবর্তিকা জ্বালাতে ব্যতিক্রমী উদ্যোগ

শাহরাস্তিতে এসএসসি ও সমমান পরীক্ষায় ছাত্রীদের অংশগ্রহণ বেশি

আপডেট সময় : ০৭:৪৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় আগামী ১০ এপ্রিল ২০২৫ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা।

উপজেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ বছর শাহরাস্তি উপজেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৯১৪ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ১৬৯৪ জন এবং ছাত্রী ২১৮০ জন। অর্থাৎ, ছাত্রীদের অংশগ্রহণ ছাত্রদের তুলনায় ৪৮৬ জন বেশি, যা উপজেলায় নারী শিক্ষার অগ্রগতির একটি উজ্জ্বল নিদর্শন।

এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১২৫৭ জন ছাত্র ও ১৮৪০ জন ছাত্রী, মোট ৩০৯৭ জন। দাখিল পরীক্ষায় পরীক্ষার্থী সংখ্যা ৭০৩ জন, যার মধ্যে ছাত্র ৩৬৫ জন ও ছাত্রী ৩৩৮ জন। অন্যদিকে, এসএসসি (ভোকেশনাল) শাখায় অংশ নিচ্ছে ৭২ জন ছাত্র ও ১২ জন ছাত্রী, মোট ৮৪ জন পরীক্ষার্থী। সব মিলিয়ে শাহরাস্তিতে এবারের পরীক্ষায় কেন্দ্রের সংখ্যা ৯টি।

শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নিগার সুলতানা জানান, “পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ও মনিটরিংয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে।”

এবারের পরীক্ষায় মেয়েদের সক্রিয় অংশগ্রহণ শুধু শাহরাস্তি নয়, গোটা সমাজে নারী শিক্ষার ইতিবাচক পরিবর্তনের প্রতিফলন বলে মনে করছেন অভিভাবক ও শিক্ষাবিদরা। তারা আশা করছেন, এই ধারা অব্যাহত থাকলে আগামীর বাংলাদেশ আরও শিক্ষিত ও সাম্যবাদী সমাজে পরিণত হবে।

Facebook Comments Box