শাহরাস্তির ফুটবলপ্রেমীদের জন্য বহুল প্রতীক্ষিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের তারিখ পরিবর্তন করা হয়েছে। আয়োজক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার, বিকাল ৩টায়, চিতোষী আর এন্ড এম হাই স্কুল মাঠে।
এই গুরুত্বপূর্ণ তারিখ পরিবর্তনের জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। কমিটির একজন মুখপাত্র বলেন, “অনিবার্য কারণবশত আমাদের ফাইনালের দিন পরিবর্তন করতে হয়েছে। আমরা এই পরিবর্তনের জন্য সকল দর্শক, খেলোয়াড় ও শুভানুধ্যায়ীদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আশা করি, আপনারা আমাদের পাশে থাকবেন এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করবেন।”
এবারের ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই শক্তিশালী দল—অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব, উঘারিয়া এবং হাজিগঞ্জ ফ্রেন্ডস ক্লাব, হাজীগঞ্জ। টুর্নামেন্ট জুড়ে দুই দলের আগ্রাসী খেলা, সুসংগঠিত কৌশল এবং দুর্দান্ত পারফরম্যান্স নজর কেড়েছে ফুটবলপ্রেমীদের। ফাইনাল ম্যাচে কারা হাসবে শেষ হাসি, এখন সেই উত্তেজনায় ফুটবলপ্রেমীরা দিন গুনছেন।
এবারের টুর্নামেন্টকে আরও রঙিন ও আকর্ষণীয় করতে আয়োজন করা হয়েছে বিশেষ আকর্ষণ “বাইক ও ফ্রিজ কাপ টুর্নামেন্ট”। এই উদ্যোগ ফুটবল মাঠের বাইরেও সবার মাঝে বাড়াবে উত্তেজনা ও উৎসবমুখর আমেজ।
এই বিশাল আয়োজনের পেছনে রয়েছে চিতোষী পূর্ব ইউনিয়ন ও চিতোষী ডিগ্রি কলেজ ছাত্রদল এর অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক উদ্যোগ। তাদের লক্ষ্য শুধু একটি ম্যাচ নয়, বরং তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সামাজিক সম্প্রীতি বাড়ানো।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে— “এই ফাইনাল ম্যাচ শুধু খেলা নয়, এটা আমাদের এলাকার ক্রীড়া ঐতিহ্যের একটি বড় উদযাপন। সকল ফুটবলপ্রেমী ও এলাকাবাসীকে মাঠে এসে অংশ নেওয়ার আহ্বান জানাই। চলুন একসঙ্গে উপভোগ করি এই উৎসব!”
২৫ এপ্রিলের বিকেলটা হতে চলেছে শাহরাস্তির জন্য এক ইতিহাস গড়া দিন। প্রস্তুত হোন, আসছে রোমাঞ্চ, আসছে ফাইনাল!