ঢাকা , শনিবার, ১২ জুলাই ২০২৫

“গা/জা/র আর্তনাদে কেঁপে উঠল শাহরাস্তি—এই থামা এক প্রতিবাদের শপথ”

৭ এপ্রিল ২০২৫, সোমবার—এ যেন শুধুই একটি দিন নয়, এটি শাহরাস্তির বুকে লেখা হতে যাচ্ছে ইতিহাসের এক জ্বলন্ত অধ্যায়। বিশ্ব যখন নীরব, শাহরাস্তি তখন গর্জে উঠেছে—”The World Stop For Gaza” কর্মসূচির মাধ্যমে।

শাহরাস্তির তরুণ প্রজন্ম সোশ্যাল মিডিয়ায় একসাথে গর্জে উঠেছে, একটাই কথা—গাজা আর একা নয়। ইসরায়েলি বর্বর আগ্রাসনের বিরুদ্ধে, নিরপরাধ শিশুদের রক্তের প্রতিদান দাবি করে, শাহরাস্তির মানুষ ঘোষণা দিয়েছে:
“এই জনপদে কাল শিক্ষা বন্ধ, কাজ বন্ধ, কেবল প্রতিবাদ চলবে।”

সকাল থেকেই বন্ধ থাকবে শাহরাস্তির সব শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস ও আদালত। এই বন্ধ কোনো সরকারি নির্দেশ নয়, এই বন্ধ—একটি বিবেকবান জাতির পক্ষ থেকে নির্যাতিত মানুষের জন্য ভালোবাসার এক নীরব আর্তনাদ।

দুপুর ২টায় দোয়াভাঙ্গা গেইটে অনুষ্ঠিত হবে “মার্চ ফর প্যালেস্টাইন”—শান্তিপূর্ণ অথচ দৃঢ় এক পদযাত্রা, যেখানে কণ্ঠ মিলাবে শাহরাস্তির নারী, পুরুষ, ছাত্র, শিক্ষক, দিনমজুর, দোকানি, সবাই। হাতে হাত রেখে, চোখে অশ্রু নিয়ে, মুখে স্লোগান তুলে তারা বলবে—“ফিলিস্তিন তোমার সঙ্গে আছি!”

এই কর্মসূচির আয়োজক শাহরাস্তির জনগণ নিজেরাই। এখানে নেই কোনো ব্যানারধারী সংগঠন, নেই কোনো রাজনৈতিক রঙ। শুধু আছে একটিই পরিচয়—মানবতা।

Facebook Comments Box
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন ব্যারিস্টার মো. কামাল উদ্দিন

“গা/জা/র আর্তনাদে কেঁপে উঠল শাহরাস্তি—এই থামা এক প্রতিবাদের শপথ”

আপডেট সময় : ০৮:২০:০৩ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫

৭ এপ্রিল ২০২৫, সোমবার—এ যেন শুধুই একটি দিন নয়, এটি শাহরাস্তির বুকে লেখা হতে যাচ্ছে ইতিহাসের এক জ্বলন্ত অধ্যায়। বিশ্ব যখন নীরব, শাহরাস্তি তখন গর্জে উঠেছে—”The World Stop For Gaza” কর্মসূচির মাধ্যমে।

শাহরাস্তির তরুণ প্রজন্ম সোশ্যাল মিডিয়ায় একসাথে গর্জে উঠেছে, একটাই কথা—গাজা আর একা নয়। ইসরায়েলি বর্বর আগ্রাসনের বিরুদ্ধে, নিরপরাধ শিশুদের রক্তের প্রতিদান দাবি করে, শাহরাস্তির মানুষ ঘোষণা দিয়েছে:
“এই জনপদে কাল শিক্ষা বন্ধ, কাজ বন্ধ, কেবল প্রতিবাদ চলবে।”

সকাল থেকেই বন্ধ থাকবে শাহরাস্তির সব শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস ও আদালত। এই বন্ধ কোনো সরকারি নির্দেশ নয়, এই বন্ধ—একটি বিবেকবান জাতির পক্ষ থেকে নির্যাতিত মানুষের জন্য ভালোবাসার এক নীরব আর্তনাদ।

দুপুর ২টায় দোয়াভাঙ্গা গেইটে অনুষ্ঠিত হবে “মার্চ ফর প্যালেস্টাইন”—শান্তিপূর্ণ অথচ দৃঢ় এক পদযাত্রা, যেখানে কণ্ঠ মিলাবে শাহরাস্তির নারী, পুরুষ, ছাত্র, শিক্ষক, দিনমজুর, দোকানি, সবাই। হাতে হাত রেখে, চোখে অশ্রু নিয়ে, মুখে স্লোগান তুলে তারা বলবে—“ফিলিস্তিন তোমার সঙ্গে আছি!”

এই কর্মসূচির আয়োজক শাহরাস্তির জনগণ নিজেরাই। এখানে নেই কোনো ব্যানারধারী সংগঠন, নেই কোনো রাজনৈতিক রঙ। শুধু আছে একটিই পরিচয়—মানবতা।

Facebook Comments Box