শহীদদের কবর জিয়ারত ও জনগণের মাঝে সরব উপস্থিতিতে চাঞ্চল্য সৃষ্টি
বিএনপির কেন্দ্রীয় নেতা ও চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সম্ভাব্য ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মোঃ কামাল উদ্দিন ঈদ-পরবর্তী সময়কে কাজে লাগিয়ে জনগণের কাছে সরাসরি পৌঁছাতে শুরু করেছেন। গণসংযোগের অংশ হিসেবে তিনি একাধিক শহীদ ও প্রবীণ নেতাদের কবর জিয়ারত করেন এবং বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।
ব্যারিস্টার কামাল উদ্দিন তাঁর সফরের শুরুতেই চারবারের সাবেক সংসদ সদস্য, মরহুম এম এ মতিন স্যারের কবর জিয়ারত করেন এবং তাঁর অবদানের কথা স্মরণ করেন। এরপর তিনি হাজীগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি মরহুম রহমান মিজি, চাঁদপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও পৌর বিএনপির সাবেক সভাপতি মরহুম নাজমুল আলম চৌধুরী এবং ২৪ শে জুলাই-আগস্টের ছাত্র গণঅভ্যুত্থানে শহীদ হাজীগঞ্জের বিএনপি নেতা আজাদ সরকারের কবর জিয়ারত করেন।
এই সফরে ব্যারিস্টার কামাল উদ্দিন হাজীগঞ্জ উপজেলার ৭ নম্বর পশ্চিম বড়কুল ইউনিয়নের সাদ্রা গ্রামে একটি বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। একই দিনে তিনি টোরাগড় গ্রামে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ব্যাপক গণসংযোগে অংশগ্রহণ করেন।
প্রতিটি কর্মসূচিতে শাহরাস্তি-হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে বিএনপি’র বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এলাকায় এই গণসংযোগকে ঘিরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।
ব্যারিস্টার মোঃ কামাল উদ্দিন বলেন, “এই মাটি ও মানুষের জন্য আমি রাজনীতি করি। প্রয়াত নেতাদের আদর্শ আমাদের পথচলার দিকনির্দেশনা। মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই।”
স্থানীয় নেতাকর্মীদের মতে, এই গণসংযোগ ছিল দলের সাংগঠনিক কার্যক্রমের গতি বৃদ্ধি ও জনগণের মাঝে প্রত্যাশার বার্তা পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।