পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শাহরাস্তি আলো ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এবং জারিফ ফার্মার সৌজন্যে এক জমকালো প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বালুর মাঠে আয়োজিত এই ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা সমর্থক ও ব্রাজিল সমর্থক দল। ঈদ-পরবর্তী আনন্দকে আরও রঙিন করে তুলতে আয়োজিত এই ম্যাচে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ করা যায়। খেলার প্রতি ভালোবাসা ও উদ্দীপনা ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন মাত্রা যোগ করে।
প্রতিযোগিতায় সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ক্রীড়ানুরাগীরা উপস্থিত ছিলেন। অতিথিদের মধ্যে ছিলেন জারিফ ফার্মার স্বত্বাধিকারী ও প্রধান পৃষ্ঠপোষক জাহিদুল ইসলাম দিপু, শাহরাস্তি পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোঃ মহিন উদ্দিন, মেহের ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ আহসান উল্যাহ, শাহরাস্তি আলো ফাউন্ডেশনের আহ্বায়ক ইঞ্জি. মোঃ ইমরান হোসেন, যুগ্ম আহ্বায়ক মোঃ আফজাল হোসেন, মোঃ মেহেরাজুন্নবী রাজু ও হাফেজ মোঃ আবু সুফিয়ান। তাঁদের উপস্থিতি আয়োজনে বাড়তি উৎসাহ যোগ করে।
দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হলে ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে। উত্তেজনাপূর্ণ ট্রাইব্রেকারে ব্রাজিল সমর্থক দল ৩-১ গোলে জয়লাভ করে। খেলোয়াড়দের ক্রীড়া নৈপুণ্য ও দর্শকদের উৎসাহপূর্ণ সাপোর্ট ম্যাচটিকে স্মরণীয় করে তোলে।