ঢাকা , রবিবার, ২০ জুলাই ২০২৫

দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার ঈদ পুনর্মিলনী ও মানবিক সহায়তা কার্যক্রম

শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার উদ্যোগে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ঈদ-পরবর্তী এই মিলনমেলায় সংগঠনের সদস্যরা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সংস্থার অফিস কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে ঈদের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি পারস্পরিক ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল মমিন সাহেব, মফিজুর রহমান, আনোয়ার হোসেন, গোলাম সারোয়ার রুবেল, জয়নাল আবেদীনসহ এলাকার যুবক, মুরুব্বী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও কমিটির উপদেষ্টা মনির হোসেন, সভাপতি মনজুর হোসেন সজিব, সিনিয়র সহ-সভাপতি আবু ইউসুফ সুমন, সাংগঠনিক সম্পাদক মহিন উদ্দিন, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান বাবু এবং আইন বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মনজুর হোসেন সজিব বলেন, “ঈদ আমাদের মাঝে সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। এ ধরনের অনুষ্ঠান সমাজে সৌহার্দ্য ও বন্ধুত্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি সংগঠনের সদস্যদের আরও মানবিক কাজের প্রতি উৎসাহিত করেন এবং ভবিষ্যতে সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের অংশ হিসেবে দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার ফান্ড থেকে আব্দুর জাব্বারকে চিকিৎসা বাবদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়াও সর্বস্তরের মানুষের কল্যাণ ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ ওমর ফারুক ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “সমাজের কল্যাণে একতাবদ্ধ হয়ে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা সব সময় মানুষের পাশে থাকবে।” তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে সমাজের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।

এই ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ মানুষের মধ্যে সহমর্মিতা বৃদ্ধি করে এবং সমাজের প্রতি দায়বদ্ধতা তৈরি করে। ঈদের খুশি ভাগাভাগি করার পাশাপাশি দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা সত্যিই প্রশংসনীয়।

Facebook Comments Box
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গ্রাম থেকে গ্লোবাল ভাবনায় “পরানপুর মানব উন্নয়ন সংস্থা” — শিক্ষায় আলোকবর্তিকা জ্বালাতে ব্যতিক্রমী উদ্যোগ

দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার ঈদ পুনর্মিলনী ও মানবিক সহায়তা কার্যক্রম

আপডেট সময় : ০৮:৪৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫

শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার উদ্যোগে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ঈদ-পরবর্তী এই মিলনমেলায় সংগঠনের সদস্যরা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সংস্থার অফিস কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে ঈদের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি পারস্পরিক ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল মমিন সাহেব, মফিজুর রহমান, আনোয়ার হোসেন, গোলাম সারোয়ার রুবেল, জয়নাল আবেদীনসহ এলাকার যুবক, মুরুব্বী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও কমিটির উপদেষ্টা মনির হোসেন, সভাপতি মনজুর হোসেন সজিব, সিনিয়র সহ-সভাপতি আবু ইউসুফ সুমন, সাংগঠনিক সম্পাদক মহিন উদ্দিন, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান বাবু এবং আইন বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মনজুর হোসেন সজিব বলেন, “ঈদ আমাদের মাঝে সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। এ ধরনের অনুষ্ঠান সমাজে সৌহার্দ্য ও বন্ধুত্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি সংগঠনের সদস্যদের আরও মানবিক কাজের প্রতি উৎসাহিত করেন এবং ভবিষ্যতে সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের অংশ হিসেবে দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার ফান্ড থেকে আব্দুর জাব্বারকে চিকিৎসা বাবদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়াও সর্বস্তরের মানুষের কল্যাণ ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ ওমর ফারুক ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “সমাজের কল্যাণে একতাবদ্ধ হয়ে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা সব সময় মানুষের পাশে থাকবে।” তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে সমাজের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।

এই ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ মানুষের মধ্যে সহমর্মিতা বৃদ্ধি করে এবং সমাজের প্রতি দায়বদ্ধতা তৈরি করে। ঈদের খুশি ভাগাভাগি করার পাশাপাশি দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা সত্যিই প্রশংসনীয়।

Facebook Comments Box