উপজেলা সংবাদদাতা
গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পূরর্মিলনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ১০ টার দিকে শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ সাবেক ও বর্তমান সকল স্তরের নেতকর্মীকে নিয়ে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আমীর ও এমপি প্রার্থী ড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম। এ সময় তিনি তার বক্তব্য বলেন, এখনো শ্রীপুরে মামলা বানিজ্যের নামে নিরীহ মানুষকে হয়রানি করা হচ্ছে।
তিনি আরো বলেন, যারা প্রকৃত অপরাধী তাদের বিচার হোক। কিন্তু মামলাবাজি করে শ্রীপুরের নিরীহ মানুষকে হয়রানি করা হবে এটা আমরা মেনে নিব না। এই আসল থেকে আমরা নির্বাচিত হতে পারলে যারা মামলার শিকার হয়েছে আমরা সাংগঠনিকভাবে তাদের পাশে থাকবো।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখবেন গাজীপুর মহানগরের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ আজহারুল ইসলাম মোল্লা,গাজীপুর জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান, ইসলামী ঐক্যজোট ও হেফাজত ইসলামের শ্রীপুর উপজেলার সভাপতি মুফতি শামীম আহমেদ, উপজেলার যুব মজলিসের সেক্রেটারি মুফতি মোঃ ইউসুফ আহমেদ, সালনা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ লোকমান হোসাইনসহ ইউনিয়নের নেতৃবৃন্দ।