ইব্রাহিমপুর স্বপ্নচূড়া সংস্থার উদ্যোগে এলাকাবাসীর সম্মানে ইফতার দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
রবিবার (৩০মার্চ) ইব্রাহিমপুর আল ইফতাহ মডেল মাদ্রাসা প্রাঙ্গনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইব্রাহিমপুর স্বপ্নচূড়া সংস্থার সদস্য হাসান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। এসময় তারা বলেন, অতীতে আমরা যা করতে পারিনি স্বপ্নচূড়া সংস্থার সদস্যরা সেইসব কাজ করে যাচ্ছে।তাদের এই ভালো কাজের ধারা অব্যাহত থাকুক।সমাজের সকল মানুষ ভালো কাজে এগিয়ে আসলে আমরা একটি আধুনিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারবো। এসময় বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরেন।
ইব্রাহিমপুর স্বপ্নচূড়া সংস্থার সহকারী পরিচালক মামুনুর রশীদ জানান, আমরা প্রায় ৩০০ মানুষের জন্য ইফতার আয়োজন করি।এতে এলাকার সকল মানুষের এক মিলনমেলা ঘটে।আধুনিক সমাজ বিনির্মানে আমরা কাজ করার চেষ্টা করছি।এজন্য সমাজের সকল শ্রেনীপেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।
এসময় স্বপ্নচূড়া সংস্থার সদস্য ফিরোজ মিয়া, হাসান মাহমুদ, অনিকুল ইসলাম,আহমেদ জোবায়ের, আবু রায়হান,জাবেদ হোসেন, মো: কাউছার, মো: তুহিন, মো: শরিফ, মো: রাকিব,মো: ইয়াছিন উপস্থিত ছিলেন।