শাহরাস্তি পৌরসভা ছাত্রদলের উদ্যোগে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ৩০শে মার্চ, ২০২৫ ইং এই কার্যক্রম পরিচালিত হয়।
এই উপহার বিতরণ কর্মসূচি পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ মাজহারুল ইসলাম জুয়েলের তত্ত্বাবধানে বাস্তবায়িত হয়। শাহরাস্তির পৌর এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়, যেখানে অসহায় ও সুবিধাবঞ্চিত অটো, রিক্সা ও ভ্যানচালকদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
এই আয়োজনে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, “বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে থাকে, এবং ভবিষ্যতেও থাকবে। এই উপহার সামান্য হলেও ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলবে।”
এ সময় নেতৃবৃন্দ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। শাহরাস্তি পৌরসভা ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, তারা আগামীতেও দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর।