ঢাকা , বুধবার, ০৯ জুলাই ২০২৫

শ্রীপুরে জুলাই-আগস্ট শহীদদের পরিবারকে ঈদ উপহার দিলেন উপজেলা জামায়াত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে জামায়াতে ইসলামী। শনিবার (২৯ মার্চ) দুপুরে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর জেলা আমীর ও গাজীপুর-৩ আসনের এমপি পদপ্রার্থী ড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি শ্রীপুরের ৬ শহীদ পরিবারের সদস্যদের হাতে প্রতিজনকে ১০ হাজার করে মোট ৬০ হাজার টাকা তুলে দেন।

এ সময় তিনি বলেন, ‘শহীদদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা ভবিষ্যতেও তাদের পাশে থাকব।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নূরুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা। তারা শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানান এবং ভবিষ্যতেও সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত গণবিপ্লবে শহীদ হওয়া ব্যক্তিদের স্মরণে এই সহায়তা প্রদান কর্মসূচি আয়োজন করা হয়। এর আগে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রত্যেক শহীদ পরিবারের জন্য ২ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল।

Facebook Comments Box
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রশিদপুর একতা বন্ধনের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা

শ্রীপুরে জুলাই-আগস্ট শহীদদের পরিবারকে ঈদ উপহার দিলেন উপজেলা জামায়াত

আপডেট সময় : ১১:০৯:২৪ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে জামায়াতে ইসলামী। শনিবার (২৯ মার্চ) দুপুরে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর জেলা আমীর ও গাজীপুর-৩ আসনের এমপি পদপ্রার্থী ড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি শ্রীপুরের ৬ শহীদ পরিবারের সদস্যদের হাতে প্রতিজনকে ১০ হাজার করে মোট ৬০ হাজার টাকা তুলে দেন।

এ সময় তিনি বলেন, ‘শহীদদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা ভবিষ্যতেও তাদের পাশে থাকব।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নূরুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা। তারা শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানান এবং ভবিষ্যতেও সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত গণবিপ্লবে শহীদ হওয়া ব্যক্তিদের স্মরণে এই সহায়তা প্রদান কর্মসূচি আয়োজন করা হয়। এর আগে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রত্যেক শহীদ পরিবারের জন্য ২ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল।

Facebook Comments Box