আলহামদুলিল্লাহ, সামাজিক সংগঠন আলোর দিশারী হিলফুল ফুজুল-এর আয়োজনে এক সুন্দর ও ভাবগম্ভীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে সংগঠনের নেতৃবৃন্দ, ধর্মীয় ব্যক্তিত্ব ও সমাজের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সম্মানিত সভাপতি মাওলানা আব্দুল কাদের নোমান, যিনি ধামতি আলিয়া মাদ্রাসার প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ আহিয়া কামিল মাদ্রাসার মোহাদ্দীস মাওলানা শহীদুল্লাহ কায়সার। বিশেষ অতিথি হিসেবে মূল্যবান আলোচনা উপস্থাপন করেন মাওলানা মাসুম বিল্লাহ ফয়েজী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোঃ জাফর ইকবাল, যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এবং বর্তমানে ব্যাংকের প্রধান কর্মকর্তা ও বিনিয়োগ ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন শাহ আলম ও আবু তালেব মিয়াজী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আবুল কাশেম। এছাড়া সফলভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে সহযোগিতা করেন রবিউল আলম রুবেল, আল আমিন মিয়াজী, আব্দুল্লাহ আল নোমান, ইউসুফ জামান, আল আমিন হোসেন তাশরিফ, রাশেদুল ইসলাম শিমুল সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানটি অত্যন্ত ভাবগম্ভীর ও আধ্যাত্মিক পরিবেশে সম্পন্ন হয়। সংগঠনের পক্ষ থেকে আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং ভবিষ্যতেও এ ধরনের মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।