ঢাকা , রবিবার, ২০ জুলাই ২০২৫

শাহরাস্তি পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডে তরুণ যুব সমাজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • জনপদ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:০৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • 118

পবিত্র রমজান মাস উপলক্ষে চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তরুণ যুব সমাজের উদ্যোগে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ইফতারের পূর্বে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, উন্নতি ও কল্যাণ কামনা করা হয়। বিশেষ করে ৮ নম্বর ওয়ার্ডের সকল বাসিন্দার সুস্বাস্থ্য, সফলতা ও মঙ্গল কামনার পাশাপাশি এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য আল্লাহর রহমত প্রার্থনা করা হয়।

আগামী এসএসসি পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের জন্যও বিশেষ দোয়া করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত সবাই শিক্ষার্থীদের জন্য শুভ কামনা জানান এবং তাদের সফলতার জন্য দোয়া করেন। শিক্ষার্থীরা যেন সুস্থ থেকে পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারে, সে জন্য আল্লাহর সাহায্য কামনা করা হয়।

স্থানীয়রা তরুণদের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই আয়োজন শুধু ধর্মীয় দিক থেকেই নয়, সামাজিক সংহতি বৃদ্ধির ক্ষেত্রেও অনন্য ভূমিকা রাখবে। এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা।

এই দোয়া ও ইফতার মাহফিলের মধ্য দিয়ে ৮ নম্বর ওয়ার্ডের তরুণ সমাজ আবারও প্রমাণ করল যে, তারা কেবল নিজেদের উন্নতির কথা ভাবে না, বরং পুরো সমাজ ও দেশের কল্যাণের জন্যও কাজ করতে প্রস্তুত।

Facebook Comments Box
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গ্রাম থেকে গ্লোবাল ভাবনায় “পরানপুর মানব উন্নয়ন সংস্থা” — শিক্ষায় আলোকবর্তিকা জ্বালাতে ব্যতিক্রমী উদ্যোগ

শাহরাস্তি পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডে তরুণ যুব সমাজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:০৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

পবিত্র রমজান মাস উপলক্ষে চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তরুণ যুব সমাজের উদ্যোগে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ইফতারের পূর্বে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, উন্নতি ও কল্যাণ কামনা করা হয়। বিশেষ করে ৮ নম্বর ওয়ার্ডের সকল বাসিন্দার সুস্বাস্থ্য, সফলতা ও মঙ্গল কামনার পাশাপাশি এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য আল্লাহর রহমত প্রার্থনা করা হয়।

আগামী এসএসসি পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের জন্যও বিশেষ দোয়া করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত সবাই শিক্ষার্থীদের জন্য শুভ কামনা জানান এবং তাদের সফলতার জন্য দোয়া করেন। শিক্ষার্থীরা যেন সুস্থ থেকে পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারে, সে জন্য আল্লাহর সাহায্য কামনা করা হয়।

স্থানীয়রা তরুণদের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই আয়োজন শুধু ধর্মীয় দিক থেকেই নয়, সামাজিক সংহতি বৃদ্ধির ক্ষেত্রেও অনন্য ভূমিকা রাখবে। এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা।

এই দোয়া ও ইফতার মাহফিলের মধ্য দিয়ে ৮ নম্বর ওয়ার্ডের তরুণ সমাজ আবারও প্রমাণ করল যে, তারা কেবল নিজেদের উন্নতির কথা ভাবে না, বরং পুরো সমাজ ও দেশের কল্যাণের জন্যও কাজ করতে প্রস্তুত।

Facebook Comments Box