(২৫ মার্চ) গাজীপুর জেলার শ্রীপুর শাখার আদর্শ ছাত্রশিবিরের আয়োজনে ইফতার ও কুরআন বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর আদর্শ শাখার সভাপতি আব্দুল্লাহিস সাকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ নুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন,
পবিত্র রমজানের এত মর্যাদা আসছে শুধু কুরআনের জন্য। এই কুরআনের বিধান যদি সমাজে প্রতিষ্ঠা করতে পারি তবেই শান্তি ফিরে আসবে এবং অশান্তি দূর হবে। থাকবে না কেন বৈষম্য।
এই কুরআন ১৪শ বছর পূর্বে প্রমাণ করেছে, ওই সময় আল্লাহর রাসূল এবং এবং তার সাহাবাগণকে দিয়ে ছাত্ররা কুরআনের পক্ষে আন্দোলনে কাজ করেছে। ১৪শত বছর আগের যে-ই কোরআন এখন এভাবেই আছে। এই কুরআন আমরা সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করব।
তিনি আরো বলেন, যারা ১৫ বছরে সমাজে বৈষম্য সৃষ্টি করে অশান্তি আর ইউনিভার্সিটিতে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল তাদের মধ্যে যদি একটু কুরআনের জ্ঞান থাকতো তাহলে মেধাবী ছাত্র ফাহাদকে সারারাত পিটিয়ে মারতে পারতো? কারণ তাদের মধ্যে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় থাকলে পারত না।
তিনি বলেন, আজকে যারা ছাত্র আগামী দিনে তারা এ দেশের নেতৃত্ব দিবে। তাদের মধ্যে যদি নৈতিকতা তৈরি না হয় তাহলে তাদের দ্বারা দেশের সেবা পাওয়া কোন সম্ভাবনা নাই। এদেশের লক্ষ লক্ষ কোটি টাকা প্রচার করেছে কি রিক্সা চালক? মেধাবী ছাত্র যারা বিসিএস ক্যাডার হয়ে প্রশাসনে গেছে তারাই তাদের কলমের খোঁচায় লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে প্রচার করে নিয়ে গেছে।
জুলুম তাদের দ্বারাই হয়েছে। তাদের বাবা- মাকেই বৃদ্ধাশ্রমে রাখে। অতএব তাদের মধ্যে সবকিছুই আছে কিন্তু কুরআনের জ্ঞান নাই। ইসলামী ছাত্র শিবির কুরআনের জ্ঞান গ্রহণের জন্য একটা দায়িত্ব তারা নিয়েছে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর জেলার সেক্রেটারি ছাত্রনেতা ইসমাইল পাঠান, শ্রীপুর উপজেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি আবুল কালাম আজাদ, শ্রীপুর পৌরসভার আমীর ডা.আনিসুজ্জামান, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সিরাজুল প্রমুখ।