গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর জেলা বিএনপির সমাবেশ সফল করতে যুবদল নেতা আতাউর রহমান মোল্লার নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেন।
গাজীপুর জেলা যুবদলের আহবায়ক আতাউর রহমান মোল্লাহসহ বিএনপির ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে নজরকাড়া বিশাল মিছিল নিয়ে ওই সমাবেশে অংশগ্রহণ করেছে জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুর জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলনের সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন গাজীপুর জেলা বিএনপির সদস্যসচিব চৌধুরী ইশরাক আহাম্মেদ সিদ্দিকী।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রমবিষয়ক সহসম্পাদক হুমায়ুন কবীর খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।