ঢাকা , বুধবার, ০৯ জুলাই ২০২৫

শাহ্ শরীফ (রঃ) ক্যাডেট স্কুল এন্ড কলেজ ক্যাডেট ক্লাব নির্বাচন ২০২৫ সম্পন্ন

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মির্জাপুরে প্রতিষ্ঠিত শাহ্ শরীফ (রঃ) ক্যাডেট স্কুল এন্ড কলেজে ক্যাডেট ক্লাব নির্বাচন- ২০২৫ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

শিক্ষার্থীদের জাতীয় নির্বাচনের ধারণা দিতেই ব্যতিক্রমী এই শিক্ষাবান্ধব নির্বাচনের আয়োজন করে প্রতিষ্ঠানটি। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মনির হোসেন হেলাল, উপাদক্ষ্য জনাব খোরশেদ আলম কিরণ এবং প্রাক্তন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক মাইনুল হাসান।

নির্বাচনে ৫টি পদে মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের কার্যক্রম দুপুর ২টায় শুরু হয় এবং কোন ধরণের বিতর্ক ছাড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মোফাজ্জল হোসেন এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে মোতালেব হোসেন দায়িত্ব পালন করেন। এছাড়া রিটার্নিং অফিসার হিসেবে মোঃ শাহ আলম, সহকারী রিটেনিং অফিসার হিসেবে তৈফিকুল ইসলাম ও জাবেদুল ইসলাম এবং প্রিজাইডিং অফিসার হিসেবে ফিরোজ শাহ ছিলেন।

নির্বাচন শেষে গণনার পর বিজয়ী প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। নির্বাচনে ভোটাভুটির মাধ্যমে সাংগঠনিক সম্পাদক নুসরাত জাহান, শিক্ষা বিষয়ক সম্পাদক মুনতাহা ইসলাম বর্ষা, অর্থ বিষয়ক সম্পাদক আশরাফ হোসেন শাওন, আইন-শৃঙ্খলা বিষয়ক সম্পাদক পারভেজ আহমেদ, ক্রীড়া সম্পাদক নাজমুল হক সাকিব নির্বাচিত হয়। নির্বাচনের ফলাফল ঘোষণার সময় নির্বাচন কমিশনের সদস্যগণ, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত সদস্যগণ শুভেচ্ছা বক্তব্য দিতে গিয়ে সকল সদস্য ও শিক্ষকদের কৃতজ্ঞতা জানিয়ে ক্যাডেট ক্লাবকে আরও সক্রিয় ও কার্যকর করতে নিরলসভাবে কাজ করবেন বলে প্রতিশ্রুত ব্যক্ত করেন।

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কর্মকর্তারা সকল প্রার্থীর সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতেও ক্যাডেট ক্লাবের কার্যক্রম সফলভাবে পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রশিদপুর একতা বন্ধনের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা

শাহ্ শরীফ (রঃ) ক্যাডেট স্কুল এন্ড কলেজ ক্যাডেট ক্লাব নির্বাচন ২০২৫ সম্পন্ন

আপডেট সময় : ০২:০৬:৫২ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মির্জাপুরে প্রতিষ্ঠিত শাহ্ শরীফ (রঃ) ক্যাডেট স্কুল এন্ড কলেজে ক্যাডেট ক্লাব নির্বাচন- ২০২৫ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

শিক্ষার্থীদের জাতীয় নির্বাচনের ধারণা দিতেই ব্যতিক্রমী এই শিক্ষাবান্ধব নির্বাচনের আয়োজন করে প্রতিষ্ঠানটি। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মনির হোসেন হেলাল, উপাদক্ষ্য জনাব খোরশেদ আলম কিরণ এবং প্রাক্তন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক মাইনুল হাসান।

নির্বাচনে ৫টি পদে মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের কার্যক্রম দুপুর ২টায় শুরু হয় এবং কোন ধরণের বিতর্ক ছাড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মোফাজ্জল হোসেন এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে মোতালেব হোসেন দায়িত্ব পালন করেন। এছাড়া রিটার্নিং অফিসার হিসেবে মোঃ শাহ আলম, সহকারী রিটেনিং অফিসার হিসেবে তৈফিকুল ইসলাম ও জাবেদুল ইসলাম এবং প্রিজাইডিং অফিসার হিসেবে ফিরোজ শাহ ছিলেন।

নির্বাচন শেষে গণনার পর বিজয়ী প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। নির্বাচনে ভোটাভুটির মাধ্যমে সাংগঠনিক সম্পাদক নুসরাত জাহান, শিক্ষা বিষয়ক সম্পাদক মুনতাহা ইসলাম বর্ষা, অর্থ বিষয়ক সম্পাদক আশরাফ হোসেন শাওন, আইন-শৃঙ্খলা বিষয়ক সম্পাদক পারভেজ আহমেদ, ক্রীড়া সম্পাদক নাজমুল হক সাকিব নির্বাচিত হয়। নির্বাচনের ফলাফল ঘোষণার সময় নির্বাচন কমিশনের সদস্যগণ, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত সদস্যগণ শুভেচ্ছা বক্তব্য দিতে গিয়ে সকল সদস্য ও শিক্ষকদের কৃতজ্ঞতা জানিয়ে ক্যাডেট ক্লাবকে আরও সক্রিয় ও কার্যকর করতে নিরলসভাবে কাজ করবেন বলে প্রতিশ্রুত ব্যক্ত করেন।

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কর্মকর্তারা সকল প্রার্থীর সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতেও ক্যাডেট ক্লাবের কার্যক্রম সফলভাবে পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box