ঢাকা , রবিবার, ২০ জুলাই ২০২৫

শাহরাস্তিতে কৃষি জমির মাটি বিক্রি করায় অর্ধ লক্ষ টাকা অর্থদণ্ড

চাঁদপুরের শাহরাস্তিতে কৃষি জমি থেকে ভেকু (এস্কেভেটর) দিয়ে মাটি কেটে বিক্রি করার অভিযোগে আবু সায়েম (৪৪) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত সায়েম শাহরাস্তি উপজেলার হাঁড়িয়া গ্রামের মৃত নুরুল আমিন মাষ্টারের ছেলে।

১১ ফেব্রুয়ারী, মঙ্গলবার রাতে উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের নরিংপুর মৌজায় গ্রীন গার্ডেন সংলগ্ন এই অভিযান পরিচালনা করা হয়।

শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় শাহরাস্তি থানা পুলিশের একটি দল তাকে সহযোগিতা করে।

প্রশাসন সূত্রে জানা গেছে, শাহরাস্তি উপজেলা নির্বাহি কর্মকর্তা নিগার সুলতানা’র নির্দেশনা বিকেল পাঁচটা  থেকে রাত নয়টা পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার শাহরাস্তি উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট আইন অনুযায়ী অভিযান পরিচালনা করেন। ঘটনাস্থলে মাটি কাটার ভেকু, পরিবহনের জন্য ব্যবহৃত ট্রাক ও ড্রাইভারসহ মাটি কাটার প্রমাণ পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রি করার অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

Facebook Comments Box
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গ্রাম থেকে গ্লোবাল ভাবনায় “পরানপুর মানব উন্নয়ন সংস্থা” — শিক্ষায় আলোকবর্তিকা জ্বালাতে ব্যতিক্রমী উদ্যোগ

শাহরাস্তিতে কৃষি জমির মাটি বিক্রি করায় অর্ধ লক্ষ টাকা অর্থদণ্ড

আপডেট সময় : ১১:৫৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

চাঁদপুরের শাহরাস্তিতে কৃষি জমি থেকে ভেকু (এস্কেভেটর) দিয়ে মাটি কেটে বিক্রি করার অভিযোগে আবু সায়েম (৪৪) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত সায়েম শাহরাস্তি উপজেলার হাঁড়িয়া গ্রামের মৃত নুরুল আমিন মাষ্টারের ছেলে।

১১ ফেব্রুয়ারী, মঙ্গলবার রাতে উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের নরিংপুর মৌজায় গ্রীন গার্ডেন সংলগ্ন এই অভিযান পরিচালনা করা হয়।

শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় শাহরাস্তি থানা পুলিশের একটি দল তাকে সহযোগিতা করে।

প্রশাসন সূত্রে জানা গেছে, শাহরাস্তি উপজেলা নির্বাহি কর্মকর্তা নিগার সুলতানা’র নির্দেশনা বিকেল পাঁচটা  থেকে রাত নয়টা পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার শাহরাস্তি উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট আইন অনুযায়ী অভিযান পরিচালনা করেন। ঘটনাস্থলে মাটি কাটার ভেকু, পরিবহনের জন্য ব্যবহৃত ট্রাক ও ড্রাইভারসহ মাটি কাটার প্রমাণ পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রি করার অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

Facebook Comments Box