ঢাকা , রবিবার, ২০ জুলাই ২০২৫

সৌদি আরব রিয়াদে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

মো: সিদ্দিকুর রহমান নয়ন,সৌদি আরব প্রতিনিধি :

সৌদি আরবের রাজধানী রিয়াদের ২৫ নাম্বার এক্সিটে সড়ক দূর্ঘটনায় ঢাকা মুন্সিগঞ্জের সিরাজদিখা উপজেলার প্রবাসী মো: মামুন রহমান (৩৯) নিহত হয়েছে। তার পাসপোর্ট নং (A 02040706), পিতার নাম আবদুর রহমান।  মৃত মো:মামুন এর এক ছেলে ও এক মেয়ে।

অপরজন কুমিল্লা সদর দক্ষিণ প্রবাসী তানভীর হাসান (২২),পাসপোর্ট নং( B 00469855), পিতা মুসলিম উদ্দিন, গুরুতর আহত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সুত্রে জানা যায়  ঢাকা মিনহাজ ওভারসিজ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে গত ১০ মার্চ সৌদি আরবে ফ্রি ভিসায় ৫ লাখ টাকা দিয়ে সৌদি আরব আসেন আহত তানভির হাসান।

রবিবার সন্ধ্যার আগে তারা বাসা থেকে বেরিয়ে রাস্তা পার হওয়ার সময় সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলেই ঢাকা কেরানীগঞ্জ প্রবাসী মো: মামুন মারা যান, কুমিল্লা সদর দক্ষিন প্রবাসী তানভীর হাসান গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় ডক্টর সোলেমান হাবিব হসপিটালে নেয়া হয়। বর্তমানে সে ওই হসপিটালে চিকিৎসাধীন রয়েছে।

Facebook Comments Box
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গ্রাম থেকে গ্লোবাল ভাবনায় “পরানপুর মানব উন্নয়ন সংস্থা” — শিক্ষায় আলোকবর্তিকা জ্বালাতে ব্যতিক্রমী উদ্যোগ

সৌদি আরব রিয়াদে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

আপডেট সময় : ১১:১৮:২৫ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪

মো: সিদ্দিকুর রহমান নয়ন,সৌদি আরব প্রতিনিধি :

সৌদি আরবের রাজধানী রিয়াদের ২৫ নাম্বার এক্সিটে সড়ক দূর্ঘটনায় ঢাকা মুন্সিগঞ্জের সিরাজদিখা উপজেলার প্রবাসী মো: মামুন রহমান (৩৯) নিহত হয়েছে। তার পাসপোর্ট নং (A 02040706), পিতার নাম আবদুর রহমান।  মৃত মো:মামুন এর এক ছেলে ও এক মেয়ে।

অপরজন কুমিল্লা সদর দক্ষিণ প্রবাসী তানভীর হাসান (২২),পাসপোর্ট নং( B 00469855), পিতা মুসলিম উদ্দিন, গুরুতর আহত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সুত্রে জানা যায়  ঢাকা মিনহাজ ওভারসিজ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে গত ১০ মার্চ সৌদি আরবে ফ্রি ভিসায় ৫ লাখ টাকা দিয়ে সৌদি আরব আসেন আহত তানভির হাসান।

রবিবার সন্ধ্যার আগে তারা বাসা থেকে বেরিয়ে রাস্তা পার হওয়ার সময় সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলেই ঢাকা কেরানীগঞ্জ প্রবাসী মো: মামুন মারা যান, কুমিল্লা সদর দক্ষিন প্রবাসী তানভীর হাসান গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় ডক্টর সোলেমান হাবিব হসপিটালে নেয়া হয়। বর্তমানে সে ওই হসপিটালে চিকিৎসাধীন রয়েছে।

Facebook Comments Box