ঢাকা , রবিবার, ২০ জুলাই ২০২৫

চাঁদপুর-২ স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় নৌকা কর্মীদের হামলা

চাঁদপুর-২ স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় নৌকা কর্মিদের হামলায় আটকে রেখে নির্যাতনের অভিযোগে পুলিশের সহায়তায় নারী কর্মিকে উদ্ধারের অভিযোগ পাওয়া গেছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর – মতলব দক্ষিণ ) আসনের  স্বতন্ত্র এমপি প্রার্থী (ঈগল’ প্রতীক) এম ইসফাক আহসানের প্রচারণার কালে মহিলা কর্মীর ওপর হামলা করেছে আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীকের সমর্থকরা৷হামলায় গুরুতর আহত ছেংগারচর পৌরসভার ৫নং ওয়ার্ডের যুবলীগ নেত্রী পলি শিকদারকে স্থানীয়রা তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান ।

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার ছেংগারচর পৌরসভার ওঠারচর এলাকায় এই ঘটনাটি ঘটে।

এব্যাপারে পলি সিকদার বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি লিখিত অভিযোগ দাযের করেছেন ৷

অভিযোগ সুত্রে জানা যায়, ওঠারচর গ্রামে স্বতন্ত্র প্রার্থী এম ইসফাক আহসানের  ঈগল প্রতীকের নির্বাচনী প্রচারণার সময় একই ওয়ার্ডের সন্ত্রাসী আমির মোল্যা, রাজিব মৃধার নেতৃত্বে নৌকার ১০/ ১৫জন নৌকার সমর্থক পলি শিকদারের ওপর  অতর্কিত হামলা চালায় এতে পলি শিকদার মারাত্মক ভাবে জখম হয় ।

পলি সিকদার স্থানীয় সাংবাদিকদের জানান, ঈগল প্রতিকের লিফলেট নিয়ে প্রচারণার সময়  মায়ার সমর্থক ঘনিয়ারপাড় গ্রামের আমির মোল্ল্যা, রাজিব মৃধা, বিদ্যুৎ’সহ  ১০/ ১৫জন মিলে মোটরসাইকেলে  করে এসে আমার ওপর অতর্কিত হামলা করে আমাকে মারধর করে আমার শরীরের বিভিন্ন জায়গায় হাতদিয়ে শ্লীলতাহানি করে এবং আমার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। আমি মহিলা মানুষ, তারা পুরুষ হয়ে আমার উপর অতর্কিত হামলা চালায়। এই বর্বর হামলার ঘটনায় আমি প্রশাসন এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এর সুষ্ঠু বিচার চাই।

এছাড়াও ফতেপুর পচ্শিম ইউনিয়নে মায়ার সমর্থকরা জুয়েলের নেতৃত্বে এবং গজরা ইউনিয়নের বদনারপুর গ্রামে নৌকার সমর্থকরা স্বতন্ত্র প্রাৰ্থীর মহিলা কর্মদির ওপর আক্রমণ করেন এবং তাদেরকে আটক করে রাখেন ৷ পরে খবর পেয়ে মতলব উত্তর থানা পুলিশ স্বতন্ত্র প্রার্থীর কর্মিদের উদ্ধার করেন।

এব্যাপারে অফিসার ইনচার্জ ওসি ভারপ্রাপ্ত ছানোয়ার হোসেন জানান, পলি সিকদারকে ঘটনাস্থল থেকে পুলিশ উদ্ধার করেছে৷ তিনি লিখিত অভিযোগও করেছেন অভিযোগের ভিক্তিতে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।
Facebook Comments Box
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গ্রাম থেকে গ্লোবাল ভাবনায় “পরানপুর মানব উন্নয়ন সংস্থা” — শিক্ষায় আলোকবর্তিকা জ্বালাতে ব্যতিক্রমী উদ্যোগ

চাঁদপুর-২ স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় নৌকা কর্মীদের হামলা

আপডেট সময় : ০৩:৪৯:০৬ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
চাঁদপুর-২ স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় নৌকা কর্মিদের হামলায় আটকে রেখে নির্যাতনের অভিযোগে পুলিশের সহায়তায় নারী কর্মিকে উদ্ধারের অভিযোগ পাওয়া গেছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর – মতলব দক্ষিণ ) আসনের  স্বতন্ত্র এমপি প্রার্থী (ঈগল’ প্রতীক) এম ইসফাক আহসানের প্রচারণার কালে মহিলা কর্মীর ওপর হামলা করেছে আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীকের সমর্থকরা৷হামলায় গুরুতর আহত ছেংগারচর পৌরসভার ৫নং ওয়ার্ডের যুবলীগ নেত্রী পলি শিকদারকে স্থানীয়রা তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান ।

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার ছেংগারচর পৌরসভার ওঠারচর এলাকায় এই ঘটনাটি ঘটে।

এব্যাপারে পলি সিকদার বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি লিখিত অভিযোগ দাযের করেছেন ৷

অভিযোগ সুত্রে জানা যায়, ওঠারচর গ্রামে স্বতন্ত্র প্রার্থী এম ইসফাক আহসানের  ঈগল প্রতীকের নির্বাচনী প্রচারণার সময় একই ওয়ার্ডের সন্ত্রাসী আমির মোল্যা, রাজিব মৃধার নেতৃত্বে নৌকার ১০/ ১৫জন নৌকার সমর্থক পলি শিকদারের ওপর  অতর্কিত হামলা চালায় এতে পলি শিকদার মারাত্মক ভাবে জখম হয় ।

পলি সিকদার স্থানীয় সাংবাদিকদের জানান, ঈগল প্রতিকের লিফলেট নিয়ে প্রচারণার সময়  মায়ার সমর্থক ঘনিয়ারপাড় গ্রামের আমির মোল্ল্যা, রাজিব মৃধা, বিদ্যুৎ’সহ  ১০/ ১৫জন মিলে মোটরসাইকেলে  করে এসে আমার ওপর অতর্কিত হামলা করে আমাকে মারধর করে আমার শরীরের বিভিন্ন জায়গায় হাতদিয়ে শ্লীলতাহানি করে এবং আমার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। আমি মহিলা মানুষ, তারা পুরুষ হয়ে আমার উপর অতর্কিত হামলা চালায়। এই বর্বর হামলার ঘটনায় আমি প্রশাসন এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এর সুষ্ঠু বিচার চাই।

এছাড়াও ফতেপুর পচ্শিম ইউনিয়নে মায়ার সমর্থকরা জুয়েলের নেতৃত্বে এবং গজরা ইউনিয়নের বদনারপুর গ্রামে নৌকার সমর্থকরা স্বতন্ত্র প্রাৰ্থীর মহিলা কর্মদির ওপর আক্রমণ করেন এবং তাদেরকে আটক করে রাখেন ৷ পরে খবর পেয়ে মতলব উত্তর থানা পুলিশ স্বতন্ত্র প্রার্থীর কর্মিদের উদ্ধার করেন।

এব্যাপারে অফিসার ইনচার্জ ওসি ভারপ্রাপ্ত ছানোয়ার হোসেন জানান, পলি সিকদারকে ঘটনাস্থল থেকে পুলিশ উদ্ধার করেছে৷ তিনি লিখিত অভিযোগও করেছেন অভিযোগের ভিক্তিতে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।
Facebook Comments Box