ঢাকা , রবিবার, ২০ জুলাই ২০২৫

কবিতার সমাহার-জোছনা যাপন

  • আর. কে টুলি
  • আপডেট সময় : ০৬:১৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩
  • 682

জোছনা যাপন
আর.কে.টুলি

ইট পাথরের ছাদের উপর
চাঁদ দেখোরে ওই ,
সোডিয়ামের আলোর তলে
জোছনা গেলো কই…..
বারান্দাতে দাঁড়িয়ে দেখি
হরেক গাড়ি যায়,,
জোনাকগুলো নাই তো হেথা
স্ট্রিট লাইট চোখ ধাঁধায়।
হর্ণের শব্দে ঘুম আসে না
আধো ঘুমে রই,
পেট্রোলের গন্ধ জ্বালায় খুব
চারদিকেও হৈচৈ।
এমন শহরে কেমন করে
জোছনা বিলাস করি,
ইচ্ছে করে সব পুড়িয়ে ফেলে
গ্রামের মতো গড়ি।
তখন কেবল ঐ আকাশে
চাঁদটা শুধু রবে,
আমি, তুমি আর চাঁদ মামা
কেমন মজা হবে!

Facebook Comments Box
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গ্রাম থেকে গ্লোবাল ভাবনায় “পরানপুর মানব উন্নয়ন সংস্থা” — শিক্ষায় আলোকবর্তিকা জ্বালাতে ব্যতিক্রমী উদ্যোগ

কবিতার সমাহার-জোছনা যাপন

আপডেট সময় : ০৬:১৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩

জোছনা যাপন
আর.কে.টুলি

ইট পাথরের ছাদের উপর
চাঁদ দেখোরে ওই ,
সোডিয়ামের আলোর তলে
জোছনা গেলো কই…..
বারান্দাতে দাঁড়িয়ে দেখি
হরেক গাড়ি যায়,,
জোনাকগুলো নাই তো হেথা
স্ট্রিট লাইট চোখ ধাঁধায়।
হর্ণের শব্দে ঘুম আসে না
আধো ঘুমে রই,
পেট্রোলের গন্ধ জ্বালায় খুব
চারদিকেও হৈচৈ।
এমন শহরে কেমন করে
জোছনা বিলাস করি,
ইচ্ছে করে সব পুড়িয়ে ফেলে
গ্রামের মতো গড়ি।
তখন কেবল ঐ আকাশে
চাঁদটা শুধু রবে,
আমি, তুমি আর চাঁদ মামা
কেমন মজা হবে!

Facebook Comments Box