
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) উপজেলার দাওগাঁও ইউনিয়নের বটতলা বাজার কাচারি মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দাওগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা আব্দুল লতিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব জাকির হোসেন বাবলু।
তিনি বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন অনিয়ম দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলে আগামী প্রজন্মের বাসযোগ্য আধুনিক সুখী সমৃদ্ধ মুক্তাগাছা উপজেলা গড়তে ও দেশের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে আহ্বান জানান।
ইফতার মাহফিলে ইফতারের পূর্বে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক হাবিবুর রহমান রতন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবু, উপজেলা যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান খান মঞ্জুসহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ।