
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মণিপুর বেপারী বাড়িতে আলমগীর হোসেন (৩৫) নামে এক যুবককে জবাই করে হত্যা করা হয়েছে। নিহত আলমগীর স্থানীয়ভাবে মাইকিংয়ের কাজ করতেন।
রবিবার, ১৭ মার্চ ২০২৫ ইং, রাতের কোনো এক সময় পাশ্ববর্তী ঘরের ছাদে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান। নিহত আলমগীর হোসেন শহিদুল ইসলামের ছেলে।
খবর পেয়ে শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং ঘটনার তদন্ত শুরু করে। তবে হত্যার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।
তবে এলাকাবাসীর ধারণা, নিহত আলমগীরের সঙ্গে প্রতিবেশীদের সম্পত্তিগত বিরোধ ছিল। হয়তো সেই বিরোধ থেকেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
স্থানীয়রা জানান, আলমগীর একজন সহজ-সরল ব্যক্তি ছিলেন। তার সঙ্গে কারও ব্যক্তিগত শত্রুতা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। প্রাথমিক তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।