ঢাকা , শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম:
শ্রীপুরে নাসিম মোড়লের আয়োজনে এতিমখানায় দোয়া ও ইফতার মাহফিল শাহরাস্তিতে বিএনপি’র আয়োজনে বিশাল ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত এদেশে আলেমরা কোন সময় দখলবাজি করে নাইঃ ড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম জামিন পেলেন সেই ছাত্রদল নেতা, নেতা-কর্মীদের উচ্ছ্বাস শাহরাস্তি পৌর জামায়াতের পেশাজীবী শাখার আয়োজনে ইফতার মাহফিল শাহরাস্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণে প্রশাসনের অভিযান, এক ব্যবসায়ীকে জরিমানা শাহরাস্তি আলো ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটি গঠন কুমিল্লা-চাঁদপুর রুটে আইদি পরিবহনের বাস চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা কচুয়ায় ধর্ষণের শিকার প্রতিবন্ধী নারীর মৃত্যু: নবজাতক জীবিত শাহরাস্তিতে বিএনপির ঐক্যের বার্তা: ইফতার মাহফিলে যোগ দেবেন মমিনুল হক

শাহরাস্তিতে বিএনপি’র আয়োজনে বিশাল ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক বিশাল ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পৌর শহরের মেহের ডিগ্রি কলেজ মাঠে এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ আয়েঁত আলী ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মোঃ আবু ইউসুফ পাটোয়ারী রুপন, সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেনসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বিএনপির প্রয়াত নেতা-কর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ। বিএনপির ত্যাগী নেতা-কর্মীদের স্মরণ করে বক্তারা বলেন, “যারা গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে নিজেদের উৎসর্গ করেছেন, তারা চিরস্মরণীয়। তাদের ত্যাগ আমাদের আদর্শ হয়ে থাকবে, আর তাদের দেখানো পথেই আমরা চলতে অঙ্গীকারবদ্ধ।”

প্রধান অতিথির বক্তব্যে লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক দেশের বর্তমান চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দালাল সংস্কৃতির কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, “বিএনপি জনগণের দল। এখানে দুর্নীতির কোনো জায়গা নেই। কেউ যদি বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি, টেন্ডারবাজি বা অন্য কোনো অপকর্ম করে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি— বিএনপির নাম ব্যবহার করে যারা অন্যায় করছে, তারা যেন কোনোভাবে ছাড় না পায়।”

তিনি আরও বলেন, “রাজনীতির নামে এখন মাদকাসক্ত কিছু ব্যক্তি প্রবেশ করে বিএনপির নাম ব্যবহার করে দালালি করছে। এরা আসলে দলীয় আদর্শের শত্রু। যারা বিগত সরকারে সুবিধাভোগী ছিল, আজ তারা বিএনপির ছায়ায় এসে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। বিএনপির রাজনীতি জনগণের সেবা করার জন্য, ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য নয়।”

প্রধান অতিথি বলেন, “শুধু সরকারকেই নয়, বিএনপির ভেতরেও যারা অপকর্ম করছে, তাদের প্রতিহত করতে হবে। কেউ অন্যায় করলে সে যত বড় নেতাই হোক, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির পরিচয়ে কেউ চাঁদাবাজি বা ক্ষমতার অপব্যবহার করলে তাকে দলে জায়গা দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “বর্তমান সরকার ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাচ্ছে। তারা বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলায় জড়াচ্ছে, গুম-খুনের রাজনীতি করছে। কিন্তু বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। জনগণ এই সরকারকে আর চায় না। শেখ হাসিনার বিচার একদিন আন্তর্জাতিক আদালতে হবে।”

অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং দলীয় শৃঙ্খলা বজায় রেখে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বক্তারা বলেন, “বিএনপি কখনো দালাল, চাঁদাবাজ ও টেন্ডারবাজদের প্রশ্রয় দেয়নি, ভবিষ্যতেও দেবে না। যারা দলের নাম ব্যবহার করে অপকর্ম করছে, তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির ত্যাগী নেতা-কর্মীরাই দলের প্রকৃত সম্পদ।”

শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত এই বিশাল ইফতার মাহফিলে বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। তাঁদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উচ্ছ্বাসে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে প্রধান অতিথি ও অন্যান্য নেতৃবৃন্দ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
Tag :
জনপ্রিয় সংবাদ

শ্রীপুরে নাসিম মোড়লের আয়োজনে এতিমখানায় দোয়া ও ইফতার মাহফিল

শাহরাস্তিতে বিএনপি’র আয়োজনে বিশাল ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

Update Time : ১১:৩৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক বিশাল ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পৌর শহরের মেহের ডিগ্রি কলেজ মাঠে এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ আয়েঁত আলী ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মোঃ আবু ইউসুফ পাটোয়ারী রুপন, সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেনসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বিএনপির প্রয়াত নেতা-কর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ। বিএনপির ত্যাগী নেতা-কর্মীদের স্মরণ করে বক্তারা বলেন, “যারা গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে নিজেদের উৎসর্গ করেছেন, তারা চিরস্মরণীয়। তাদের ত্যাগ আমাদের আদর্শ হয়ে থাকবে, আর তাদের দেখানো পথেই আমরা চলতে অঙ্গীকারবদ্ধ।”

প্রধান অতিথির বক্তব্যে লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক দেশের বর্তমান চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দালাল সংস্কৃতির কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, “বিএনপি জনগণের দল। এখানে দুর্নীতির কোনো জায়গা নেই। কেউ যদি বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি, টেন্ডারবাজি বা অন্য কোনো অপকর্ম করে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি— বিএনপির নাম ব্যবহার করে যারা অন্যায় করছে, তারা যেন কোনোভাবে ছাড় না পায়।”

তিনি আরও বলেন, “রাজনীতির নামে এখন মাদকাসক্ত কিছু ব্যক্তি প্রবেশ করে বিএনপির নাম ব্যবহার করে দালালি করছে। এরা আসলে দলীয় আদর্শের শত্রু। যারা বিগত সরকারে সুবিধাভোগী ছিল, আজ তারা বিএনপির ছায়ায় এসে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। বিএনপির রাজনীতি জনগণের সেবা করার জন্য, ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য নয়।”

প্রধান অতিথি বলেন, “শুধু সরকারকেই নয়, বিএনপির ভেতরেও যারা অপকর্ম করছে, তাদের প্রতিহত করতে হবে। কেউ অন্যায় করলে সে যত বড় নেতাই হোক, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির পরিচয়ে কেউ চাঁদাবাজি বা ক্ষমতার অপব্যবহার করলে তাকে দলে জায়গা দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “বর্তমান সরকার ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাচ্ছে। তারা বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলায় জড়াচ্ছে, গুম-খুনের রাজনীতি করছে। কিন্তু বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। জনগণ এই সরকারকে আর চায় না। শেখ হাসিনার বিচার একদিন আন্তর্জাতিক আদালতে হবে।”

অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং দলীয় শৃঙ্খলা বজায় রেখে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বক্তারা বলেন, “বিএনপি কখনো দালাল, চাঁদাবাজ ও টেন্ডারবাজদের প্রশ্রয় দেয়নি, ভবিষ্যতেও দেবে না। যারা দলের নাম ব্যবহার করে অপকর্ম করছে, তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির ত্যাগী নেতা-কর্মীরাই দলের প্রকৃত সম্পদ।”

শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত এই বিশাল ইফতার মাহফিলে বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। তাঁদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উচ্ছ্বাসে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে প্রধান অতিথি ও অন্যান্য নেতৃবৃন্দ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

Facebook Comments Box