
কুমিল্লা-চাঁদপুর রুটে চলাচলকারী আইদি পরিবহনের বাস পরিষেবায় হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছেন। রুট পারমিট ছাড়াই বাস চালানোর অভিযোগের ভিত্তিতে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুনের দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আদালত।
রবিবার (১০ মার্চ) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এ রিটের শুনানি শেষে স্থগিতাদেশ দেন।
কুমিল্লা জেলা পরিবহন মালিক গ্রুপের সভাপতি অধ্যক্ষ কবির আহমেদ এবং মহাসচিব জলিশ আবদুর রব জানান, আইদি পরিবহন রুট পারমিট ও অনুমতি ছাড়াই কুমিল্লা-চাঁদপুর রুটে অবৈধভাবে বাস চালাচ্ছিল। বিষয়টি প্রশাসনের নজরে আনার পরও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাই পরিবহন মালিকরা হাইকোর্টে রিট দায়ের করেন।
তারা আরও বলেন, “আমরা পরিবহন খাতে শৃঙ্খলা বজায় রাখতে চাই। বেআইনি ও অনুমতিহীন গাড়ি চলাচল বন্ধ না করলে বৈধ পরিবহন কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হবে।”
হাইকোর্ট রিটের শুনানি শেষে যাচাই-বাছাই করে অবৈধভাবে চলাচলকারী আইদি পরিবহনের বাস পরিষেবায় স্থগিতাদেশ দেন। ফলে কুমিল্লা-চাঁদপুর রুটে আপাতত এই পরিবহনের কোনো বাস চলাচল করতে পারবে না।
এই আদেশের ফলে রুট পারমিট ছাড়া কোনো বাস পরিচালনা বন্ধে দৃষ্টান্ত স্থাপিত হলো বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা। তবে আইদি পরিবহন কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।