
চাঁদপুরের শাহরাস্তিতে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় উপজেলা প্রশাসন।
শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানার নির্দেশনায় শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। কুমিল্লার বিএসটিআই এর পরিদর্শক ও শাহরাস্তি থানার সহযোগিতায় এই মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সূত্র থেকে জানা যায়, ঠাকুরবাজার দুটি প্রতিষ্ঠানে মানদণ্ড আইন, ২০১৮ অনুসারে মোড়কজাত সনদ না থাকায় উভয় প্রতিষ্ঠানদ্বয়কে ১০ হাজার টাকা করে সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্য একটি অভিযানে পরিমানে কম দেয়ায় কাজী ফিলিং স্টেশনে ৫০,০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার বলেন, জনস্বার্থে অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।