
শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের শোরশাকে প্রতিষ্ঠিত হেল্পিং হ্যান্ড অর্গানাইজেশনের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর আয়োজন করা হয়েছে।
শনিবার, ৮ ফেব্রুয়ারী, সকাল ৯ ঘটিকায় চেড়িয়াড়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের মাঠে এই ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।
হেল্পিং হ্যান্ড অর্গানাইজেশনের প্রধান এডমিন ফেরদৌস রায়হান দিপুর সার্বিক তত্বাবধানে শামীম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানটির আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন উপস্থিত ছিলেন চেড়িয়াড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজির আহম্মেদ, শাহরাস্তি শিক্ষক ও কর্মচারী সমাজ কল্যান সমিতির সহ সভাপতি আবুল বাশার পাটোয়ারী, চেড়িয়াড়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রভাষক শাহজামাল মানিক।
প্রায় ৩২ টি দল অংশগ্রহণ করছে মিনি এই ফুটবল টুর্নামেন্টে। টুর্নামেন্টে প্রথম পুরস্কার হিসেবে রয়েছে আকর্ষণীয় একটি ট্রফি এবং নগদ ১০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার হিসেবে রয়েছে নগদ ৭ হাজার টাকা।
আয়োজকরা জানান, এই খেলা থেকে প্রাপ্ত অর্থ জনকল্যানমূলক কাজে ব্যয় করা হবে। হেল্পিং হ্যান্ড অর্গানাইজেশন বিভিন্ন সামাজিক কাজে দাতাদের আর্থিক ও মানুষিক সাপোর্টে সামাজিক কাজ বিগত সময়ে করে আসছে, ভবিষ্যতেও কাজ করবে।