
চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী এবং সাধারণ সম্পাদক এইচ.এম. ইসমাইল পাটোয়ারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ২৬ মে ২০২৫ তারিখে শাহরাস্তি উপজেলার আওতাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয়তাবাদী ছাত্রদলের আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এই সাংগঠনিক পদক্ষেপের ফলে শাহরাস্তি উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে।
অনুমোদিত কমিটিগুলোর মধ্যে রয়েছে:
✪ নুনিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা।
✪চেড়িয়ারা স্কুল এন্ড কলেজ।
✪চিতোষী সুলতানিয়া ফাজিল মাদ্রাসা।
✪করফুলেন্নেছা সরকারি মহিলা কলেজ।
✪খিলাবাজার স্কুল এন্ড কলেজ।
✪পরানপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা।
জেলা ছাত্রদলের পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে নবগঠিত এই ইউনিট কমিটিগুলোকে আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে চাঁদপুর জেলা ছাত্রদল দপ্তরে জমা দেওয়ার জন্য সুস্পষ্ট নির্দেশ প্রদান করা হয়েছে।
শাহরাস্তি উপজেলা ছাত্রদলের নেতৃত্ব নবগঠিত এই ইউনিটগুলোর সকল নেতৃবৃন্দকে এবং দায়িত্বপ্রাপ্ত কর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন যে, এই নবীন নেতৃত্ব তৃণমূল পর্যায়ে ছাত্রদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করে তুলবে। এই কমিটিগুলো স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা পালন করবে এবং দলের আদর্শ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।