
ইকবাল হোসেন, গাজীপুরঃ
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষ থেকে গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের লোহাগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুলড্রেস বানিয়ে দিলেন কাউন্সিলর পদপ্রার্থী রাসেল সরকার।
মঙ্গলবার (২৭ মে সকাল ১০ টার দিকে শিক্ষার্থীদের হাতে স্কুলড্রেস তুলে দেওয়া হচ্ছে। কাউন্সিলর পদপ্রার্থী রাসেল সরকার, স্কুল শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস তুলে দিয়ে এলাকাবাসীর নজর কেড়েছেন। জানা গেছে, ওই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনেক ছাত্র-ছাত্রী গরিব পরিবারের সন্তান। তাদের অভিভাবকরা দিন আনে, দিন খায়।
কেউ বা ভ্যান-রিকশা চালান, আবার কেউ দিনমজুরী খেটে সংসার চালান। এরই মধ্যে তাদের সন্তানদের লেখাপড়ার খরচ চালাতে যেখানে হিমশিম খায়, সেখানে স্কুল ড্রেস কিনে দেওয়ার সামর্থ্যই বা কি করে হয়। যে কারণে যে যার মতো করে স্কুলে কাপড় পড়ে যেত।
আর এই বিষয়টি নজরে আসে গাজীপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও শ্রীপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রাসেল সরকারের।
প্রতি বছর ওই বিদ্যালয়ের এসব শিক্ষার্থীকে নিজ খরচে স্কুল ড্রেস বানিয়ে দেবেন বলে এসময় ঘোষণা দেন তিনি। শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস বানিয়ে ওই স্কুলে উপস্থিত হন তিনি।
পরে পৌর যুবদলের আহবায়ক কমিটির সদস্য ফুয়াদ মন্ডল, ৩ নং ওয়ার্ড বিএনপি নেতা সিদ্দিক সরকার ও বিদ্যালয়ের সহ-সভাপতি নবীন সরকার সঙ্গে নিয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ করেন। এ সময় দরিদ্র ছাত্র-ছাত্রীরা অপ্রত্যাশিতভাবে স্কুল ড্রেস পেয়ে দারুন উচ্ছ্বসিত হয়ে পড়ে।