
অবসরপ্রাপ্ত বিমান বাহিনী সদস্য কল্যাণ সমিতির (রেজি. নং ০৯৪৩৮) ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচন উৎসবমুখর পরিবেশে গতকাল ২৩ মে মহাখালীস্থ রাওয়া কমপ্লেক্সের স্কাই লাইন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। নির্বাচনের প্রধান কমিশনার অ্যাডভোকেট আবদুস সাত্তার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে জনাব আবুল বাশার পাটোয়ারী সভাপতি এবং জনাব এস এম সফিউল্লাহ্ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। এ সময় ২১ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত এক্সেকিউটিভ কমিটির সবাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নির্বাচন কমিশনার এবং সভায় উপস্থিত সবাইকে তাঁদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিশনাল অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদাসম্পন্ন বর্ডার গার্ড বাংলাদেশের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট বোরহান উদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট নুরুল ইসলাম।
সভায় বক্তারা সমিতিকে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও আর্থিকভাবে সুরক্ষিত কল্যাণধর্মী সংগঠনে পরিণত করার লক্ষ্যে সকল সদস্যকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
নির্বাচন ও নবনির্বাচিত কমিটির অভিষেক উপলক্ষে সার্বিক আয়োজন ও উপস্থিতি সদস্যদের মধ্যে উৎসাহ ও প্রত্যাশা সৃষ্টি করে।