
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আতাহার আহম্মেদ তানভীরকে দল থেকে বহিষ্কার করেছে।
আজ ১৩ মে ২০২৫, যুবদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আতাহার আহম্মেদ তানভীরের বিরুদ্ধে সংগঠনের গঠনতন্ত্রবিরোধী ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ময়মনসিংহ মহানগরের রাজীব হোসেন রাজীব এবং টাঙ্গাইলের সেন্টু খানকেও বহিষ্কার করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত ইতোমধ্যে কার্যকর করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিটি যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত হয়ে গণমাধ্যমে পাঠানো হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, শাহরাস্তি উপজেলা শাখার নেতারা বলছে, বহিষ্কৃত নেতাদের কর্মকাণ্ডের দায়দায়িত্ব দল নেবে না এবং তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক পরিহারের নির্দেশ দেওয়া হয়েছে নেতাকর্মীদের।
এ বিষয়ে দলের অভ্যন্তরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এই সিদ্ধান্তকে সময়োচিত এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখার গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন, আবার কেউ বলছেন—দলের ভেতরে ভিন্ন বলয়ের আধিপত্য বিস্তারের লড়াইয়ের শিকার হয়েছেন আতাহার।
যুবদলের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, দলীয় শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও এমন কঠোর সিদ্ধান্ত অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, আতাহার আহম্মেদ তানভীর বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের রাজনৈতিক কার্যক্রমে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন।