
চাঁদপুরের শাহরাস্তিতে ১৩ মে ২০২৫ তারিখে জনস্বার্থে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পরিবেশ দূষণ, অননুমোদিত লোগো ব্যবহার এবং প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই খাদ্য উৎপাদনের অভিযোগে বি-বাড়িয়া ফুড এন্ড বেকারী নামক একটি প্রতিষ্ঠানকে ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা জরিমানা করা হয়েছে।
শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানার নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন শ্রদ্ধেয় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার। অভিযানে সহযোগিতা করেন বিএসটিআই কুমিল্লা অঞ্চলের পরিদর্শক এবং শাহরাস্তি থানা পুলিশের একটি চৌকস দল।
জানা যায়, প্রতিষ্ঠানটি বিএসটিআই অনুমোদন ব্যতীত তাদের পণ্যে লোগো ব্যবহার করে আসছিল এবং খাদ্য উৎপাদন ও বিক্রির জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হয়। এসব অপরাধে প্রতিষ্ঠানটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি মোঃ মনির হোসেনকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ এর ধারা ২৭ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় অভিযুক্ত করে অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানকে স্বাগত জানিয়েছেন সচেতন এলাকাবাসী। প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণে কোনও ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না।