
মহান আল্লাহর অশেষ কৃপায় পবিত্র হজ পালনের উদ্দেশ্যে আজ বিকেল ৫টা ১০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সৌদি আরবের মদীনা শরীফের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন চেড়িয়াড়া উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ, শাহরাস্তি প্রেসক্লাবের কার্যকরী সদস্য এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, শাহরাস্তি উপজেলার শাখা কমিটির সম্মানিত সদস্য মোঃ আবুল কালাম ও তাঁর সহধর্মিণী মনোয়ারা খানম।
হজযাত্রার প্রাক্কালে মোঃ আবুল কালাম দেশবাসী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন, যেন তাঁরা সুস্থতা ও নিরাপত্তার সঙ্গে হজের সকল আনুষ্ঠানিকতা সঠিকভাবে পালন করে দেশে ফিরে আসতে পারেন।
তিনি আরও জানান, “চলার পথে ইচ্ছায় কিংবা অনিচ্ছাকৃতভাবে যদি কারও সঙ্গে খারাপ ব্যবহার করে থাকি, তবে আমাকে ও আমার স্ত্রীকে ক্ষমা করবেন। সময় স্বল্পতার কারণে অনেকের সঙ্গে দেখা বা কথা বলা সম্ভব হয়নি, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। সকলের দোয়া চাই।”
উল্লেখ্য, পবিত্র হজ ইসলাম ধর্মাবলম্বীদের জন্য অন্যতম ফরজ ইবাদত, যা সামর্থ্যবান মুসলমানদের জন্য জীবনে অন্তত একবার পালন করা আবশ্যক।