
চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার পৌর এলাকার পশ্চিম উপলতা গ্রামে কৃষিজমির মাটি অবৈধভাবে কেটে বিক্রি করার অভিযোগে এক মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নির্দেশনায় পরিচালিত এই মোবাইল কোর্টে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর বিভিন্ন ধারা অনুযায়ী মাটি ব্যবসায়ী খোরশেদ আলমকে দোষী সাব্যস্ত করে অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার।
অভিযানে সহযোগিতা করেন শাহরাস্তি থানা পুলিশ এবং উপজেলা প্রশাসনের অধীন কর্মরত আনসার সদস্যগণ।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষিজমি রক্ষায় অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Facebook Comments Box