
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় কৃষিজমির মাটি কাটার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে সাত (০৭) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং একটি ট্রাক্টর জব্দ করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (১১ মে ২০২৫) দুপুরে উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের দোপল্লা এলাকায় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিগার সুলতানার নির্দেশনা ও তত্ত্বাবধানে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নিরুপম মজুমদার এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।
অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০–এর বিভিন্ন ধারায় অভিযুক্ত ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে একটি ট্রাক্টরও জব্দ করা হয়।
এ সময় সহযোগিতায় ছিলেন শাহরাস্তি থানা পুলিশের সদস্যবৃন্দ এবং উপজেলা আনসার বাহিনী। প্রশাসনের এমন উদ্যোগে স্থানীয় জনগণ স্বস্তি প্রকাশ করেছে।