
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের মনিপুর এলাকায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ সংরক্ষণ এবং কৃষিজমির সুরক্ষার লক্ষ্যে পরিচালিত এই অভিযানে আইন অমান্যকারীকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর বিভিন্ন ধারায় অভিযুক্ত করে এই দণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিগার সুলতানার নির্দেশনায় এবং তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নিরুপম মজুমদার। তিনি বলেন, “কৃষিজমি রক্ষা করা আমাদের অন্যতম অগ্রাধিকার। ভবিষ্যত প্রজন্মের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি জমির যথাযথ ব্যবহার নিশ্চিত করা অপরিহার্য।”
অভিযান চলাকালে শাহরাস্তি থানা পুলিশের একটি টিম এবং উপজেলা প্রশাসনের আওতাধীন আনসার সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা রাখেন। ঘটনাস্থলে উপস্থিত থেকে স্থানীয় জনসাধারণও প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানান।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি বা পরিবেশ বিধ্বংসী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অবস্থান অব্যাহত থাকবে। নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।