
শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুরে মেলায় কিশোরীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শাকিব (১৬) নামের এক শিক্ষার্থীর ওপর হামলা করেছে সংঘবদ্ধ বখাটেরা। শুক্রবার রাত ১০ টার দিকে জয়দেবপুর থানার শিরিরচালা গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত শিক্ষার্থী শাকিবের মা সেলিনা বাদী হয়ে ওই রাতেই জয়দেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন- মো. রনি (১৯), পিতা- মো. সালাম, মো.স্বাধীন (১৭), পিতা- মৃত সুজন, মো. মাসুদ (১৯), মো. তরিকুল (১৯), পিতা- মোঃ লোকমানসহ অজ্ঞাতনামা আর ২০/২৫ জন।
সেলিনা জানান, শুক্রবার ৯ মে রাত অনুমান ১০ টার সময় আমার ছেলে মোঃ শাকিব শিরিরচালা পূর্বপাড়া সাকিনস্থ ইভেন্স মডেল স্কুল রোড সংলগ্ন ফাঁকা মাঠে মেলায় গিয়ে দেখে স্থানীয় কিছু যুবক অপরিচিত এক যুবতীকে উত্যক্ত করে আসছিল।
পরে এর প্রতিবাদ করে শাকিব। এতে বখাটেরা ক্ষিপ্ত হয়ে শাকিবকে ছুরি, লোহার রড দিয়ে এলোপাথারি ভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম করে এবং মারধরের নির্দেশ দেয় রনি। পরে চিৎকার শুনে স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ বিষয়ে জানতে ১ নং অভিযুক্ত রনির মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। এ ব্যাপারে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।