
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নবাবপুর এলাকায় পারিবারিক বিরোধের জেরে ৭৫ বছর বয়সী এক বিধবা গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে আপন ভাই ও ভাতিজাদের বিরুদ্ধে। ভুক্তভোগী আশুখি বেগম (৭৫) এ ঘটনায় শাহরাস্তি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৮ মে ২০২৫ তারিখ বিকেল ৩টার দিকে আশুখি বেগমের ছোট ভাই মো. রফিকুল ইসলাম (৬০) এবং তার তিন ছেলে—শামিম হোসেন (৪০), রাশেদ (৩৩) ও তাজুল ইসলাম (৩৫)—পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে আশুখি বেগমকে এলোপাতাড়ি কিল-ঘুষি, চড়-থাপ্পড় ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। একপর্যায়ে শামিম হোসেন তার পরিহিত কাপড় ধরে টানা-হেঁচড়া করে শ্লীলতাহানির চেষ্টাও করে বলে অভিযোগ করা হয়।
এ সময় প্রতিবেশী কামাল হোসেন ঘটনাস্থলে ছুটে এসে বাধা দিলে তাকেও লাঠি দিয়ে মারধর করে আহত করা হয়। পরে বিবাদীরা আশুখি বেগম ও তার পরিবারের সদস্যদের বসত ঘর থেকে জোরপূর্বক বের করে দিয়ে ঘরে তালা লাগিয়ে দেয়।
আশুখি বেগম ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চাইলে শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।
এ বিষয়ে আশুখি বেগম বলেন, “আমি একজন বৃদ্ধ, অসহায় বিধবা। নিজের পৈত্রিক ভিটায় শান্তিতে বসবাস করতে পারছি না। ভাই ও ভাতিজারা দিনের পর দিন আমাকে নির্যাতন করে আসছে। এবার তো শ্লীলতাহানির চেষ্টা পর্যন্ত করেছে।”
এ ব্যাপারে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”