
চাঁদপুরের শাহরাস্তি পৌর এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদারের তৎপরতায় বন্ধ হয়ে গেল মাত্র ১৩ বছর বয়সী এক কিশোরীর বাল্য বিয়ে। ০৮ মে ২০২৫ ইং, রোজ বৃহস্পতিবার রাতের এ অভিযানে স্থানীয় প্রশাসনের দৃঢ় অবস্থান আরও একবার প্রমাণ করল, বাল্যবিয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তারা কতটা প্রতিশ্রুতিবদ্ধ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিগার সুলতানার নির্দেশনায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিয়ের আয়োজন বন্ধ করা হয় এবং কনের বাবাকে অর্থদন্ড ও মুচলেকা দিয়ে বিয়ের আয়োজন না করার অঙ্গীকারে ছেড়ে দেওয়া হয়।
স্থানীয়দের অনেকে জানান, মেয়েটির বয়স ছিল মাত্র ১৩ বছর। অপ্রাপ্তবয়স্ক অবস্থায় তার বিয়ে দেওয়ার চেষ্টা চলছিল, যা বাংলাদেশের প্রচলিত শিশু বিবাহ নিরোধ আইনের স্পষ্ট লঙ্ঘন। তবে প্রশাসনের দ্রুত পদক্ষেপের ফলে অকাল বিয়ে থেকে রক্ষা পেলো ওই কিশোরী।
সহকারী কমিশনার নিরুপম মজুমদার বলেন, “বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি। মেয়েরা যথাযথ বয়সে শিক্ষা ও দক্ষতা অর্জন করে আত্মনির্ভরশীল হয়ে উঠুক, সেটাই রাষ্ট্রের প্রত্যাশা। আইন অমান্য করে বাল্যবিয়ের আয়োজন করলে কাউকে ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং জনসচেতনতা বৃদ্ধিতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও সুধী সমাজের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, বাল্যবিয়ের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে চাঁদপুর জেলার প্রশাসন শুরু থেকেই সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এই ঘটনায় সেই প্রচেষ্টার আরেকটি সফল দৃষ্টান্ত স্থাপিত হলো।