
ওমান প্রবাসী শাহাজাহান হোসেন মুন্সী ও শাহাদাত হোসেন মুন্সী আপন ২ ভাই জীবনের ঝুঁকি নিয়ে বিদেশে রোজগার করছেন দেশের মাটিতে একটু শান্তির আশ্রয় গড়ার স্বপ্নে। কিন্তু সেই স্বপ্ন এখন ভাঙা ঘর, আহত মা-বোন আর আতঙ্কের দীর্ঘশ্বাসে পরিণত হয়েছে।
গত ৯ মে সকাল সাড়ে ৮টার দিকে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার উল্লাশ্বর (পাইকপাড়া গাজী বাড়ি) এলাকায় শাহাজাহানের নিজ বাড়িতে ঘটে যায় এক হৃদয়বিদারক ঘটনা। স্থানীয় কিছু প্রভাবশালী আত্মীয় – যারা সম্পর্কে চাচা ও চাচাতো ভাই – বাড়িতে হামলা চালায়, ভাঙচুর করে এবং শাহাজাহানের মা ও বোনসহ পরিবারের সদস্যদের মারধর করে গুরুতর আহত করে।
ভুক্তভোগী শারমিন সুলতানা, শাহাজাহানের বোন, শাহরাস্তি থানায় দায়েরকৃত অভিযোগে উল্লেখ করেন, তার ভাই ওমান থেকে টাকা পাঠিয়ে নিজের চাচা জামাল উদ্দিনের কাছ থেকে ঘরসহ জমি ক্রয় করেন। দলিল ও খাজনা সবকিছুই প্রবাসী ভাই শাহাজাহানের নামে। কিন্তু এরপরও পরিবারের অন্য সদস্যরা জোরপূর্বক সেই সম্পত্তি দখল নিতে চান এবং এ নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল।
অভিযোগে বলা হয়, হামলার দিন নুর ইসলাম, নুর মোহাম্মদসহ সাতজন লাঠিসোটা নিয়ে বাড়িতে ঢুকে শারমিন, তার মা, ভাই ও প্রতিবেশী বিল্লাল হোসেনকে বেধড়ক মারধর করে। শারমিনের গলা থেকে দেড় ভরি স্বর্ণের চেইন ও মায়ের কাছ থেকে একটি দামি স্মার্টফোন ছিনিয়ে নেয় তারা। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাদের রক্ষা করেন। পরে আহতদের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানান, অভিযুক্ত ও ভুক্তভোগীরা সম্পর্কে চাচা-ভাতিজা হলেও, সম্পত্তিগত বিরোধে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। শালিস-মীমাংসা কোনো কিছুতেই তারা মানেন না। মামলা-মোকদ্দমা চললেও হামলার প্রবণতা থেমে নেই।
এলাকাবাসী জানান, “এই বাড়ির মধ্যে শান্তি বলে কিছু নেই। দখল নিয়ে একে অপরকে শত্রুর মতো দেখে। আগেও এমন ঘটনা ঘটেছে, কিন্তু এইবার প্রবাসীর পরিবারের ওপর যা হয়েছে তা সীমা ছাড়িয়েছে।”
রায়শ্রী উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন বলেন, “ঘটনার বিষয়ে আমি জানি। আমি তাদের আইনের আশ্রয় নিতে বলেছি। এমন বর্বরতার সুষ্ঠু বিচার হওয়া উচিত।”
শারমিন সুলতানা বলেন, “আমার ২ ভাই প্রবাসে জীবন বাজি রেখে কষ্ট করছে। আর আমরা দেশে তার গড়া ঘরে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি চাই, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক, যাতে আর কোনো প্রবাসীর পরিবার এমন পরিস্থিতিতে না পড়ে।”
শাহরাস্তি থানা পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।